৩১ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার, ১২:১১ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর |
ওয়াশিংটন সফর থেকে ফিরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর দেশে পাচার হওয়া অর্থ দ্রুত ফেরতের প্রক্রিয়াকে জোরদার করতে টাস্কফোর্স-৩-কে নতুন নির্দেশনা দিয়েছেন। পাচারকৃত অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও তিনি নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অতীতে দেশ থেকে যেভাবে অর্থ পাচার হয়েছে, তা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক দৃঢ় প্রতিজ্ঞ। তবে এ কাজে দক্ষতার ঘাটতি থাকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আইএমএফ ও বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক মহলের সহযোগিতা নেওয়া হচ্ছে। সাম্প্রতিক ফিন্যানশিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. মনসুর জানান, শেখ হাসিনার শাসনামলে কিছু ব্যবসায়ী ও প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্টরা ব্যাংকিং খাত থেকে প্রায় ১৭ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছেন।
ওয়াশিংটনে ফেডারেল রিজার্ভসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠক করেন গভর্নর। পাচারকৃত অর্থ ফেরতের বিষয়ে সমন্বিত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন এবং ফেডারেল রিজার্ভ বাংলাদেশ ব্যাংককে নিরাপত্তা সহায়তার প্রতিশ্রুতি দেয়। বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট এজেন্সি এক বিলিয়ন ডলার বাণিজ্য সহায়তার আশ্বাস দিয়েছে, যা বাংলাদেশের রপ্তানি তহবিলকে শক্তিশালী করবে।
টাস্কফোর্সের একজন কর্মকর্তা জানান, সন্দেহজনক লেনদেন স্থগিত করা হয়েছে এবং পরবর্তী ধাপে অপরাধ চিহ্নিত করে মামলা দায়ের করা হবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।