facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১০ জানুয়ারি শুক্রবার, ২০২৫

Walton

কক্সবাজার সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা


১০ জানুয়ারি ২০২৫ শুক্রবার, ০৯:৪০  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


কক্সবাজার সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা

কক্সবাজার সমুদ্রসৈকতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক এক কাউন্সিলরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের কাছে এ ঘটনা ঘটে।

নিহতের পকেটে একটি এনআইডি কার্ড পাওয়া গেছে। এনআইডিতে থাকা তথ্য মতে নিহতের নাম গোলাম রব্বানী। তিনি খুলনা সিটি করপোরেশনের দৌলতপুরের দেয়ানা উত্তর পাড়ার মো. গোলাম আকবরের ছেলে।

নিহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া অটোরিকশা চালক আব্দুস সালাম বাবু জানান, সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে একটি গুলির শব্দ শুনতে পাই। কিন্তু কে মেরেছে দেখতে পাইনি। তখন চোখে পড়ে এক ব্যক্তি ঢলে পড়ছে। এরপর গুলিবিদ্ধ ব্যক্তিকে তাৎক্ষণিক উদ্ধার করে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসি।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালে আনার পর পকেট থেকে জাতীয় পরিচয়পত্র দেখে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। নিহত গোলাম রাব্বানী খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। তিনি অনেক বছর ধরে কক্সবাজারে অবস্থান করে ব্যবসা-বাণিজ্য করছেন। মহেশখালীতে চিংড়ি চাষের ব্যবসা রয়েছে তার।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, গোলাম রব্বানী খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর। গত ৫ আগস্ট সরকার পতনের পর এলাকা থেকে তিনি পলাতক রয়েছেন।

তিনি আরও জানান, মোটরসাইকেল আরোহী হঠাৎ এসে এই ব্যক্তিকে গুলি করে। মাথার এক পাশ দিয়ে গুলি প্রবেশ করে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

গ্রামবাংলা -এর সর্বশেষ