facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৯ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫

Walton

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ডাবিং টুল আনছে ইউটিউব


২৬ জুন ২০২৩ সোমবার, ১০:৩৪  এএম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ডাবিং টুল আনছে ইউটিউব

কনটেন্ট নির্মাতাদের সহায়তার জন্য এআই সমৃদ্ধ মাল্টি-ল্যাঙ্গুয়েজ ভয়েসওভার ডাবিং টুল আনছে ইউটিউব। এটি ইউটিউবারদের তাদের ভিডিও অনুয়ায়ী ট্রান্সক্রিপশন সরবরাহ করবে।

নির্মাতারা এই ট্রান্সক্রাইব টেক্সটকে এডিট করে দিলে এআই ভয়েসওভার ডাব করবে। এআই টুলটি তৈরি করেছে গুগলেরই নিজস্ব স্টার্টআপ ইনকিউবেটর ‘অ্যালাউড’।

আপাতত বিনা মূল্যেই নিজস্ব ওয়েবসাইটে এ সেবা দিচ্ছে অ্যালাউড। তবে ব্যবহারের জন্য ওয়েটলিস্ট বা অপেক্ষমাণদের তালিকায় থাকতে হচ্ছে। বর্তমানে এআই টুলটি শুধু ইংরেজিতেই কাজ করছে। অনুবাদ করতে পারছে শুধু স্প্যানিশ ও পর্তুগিজ ভাষা।

ধীরে ধীরে ভাষার সংখ্যা বাড়ানো হবে। আপাতত ইউটিউবের নিদিষ্টসংখ্যক কনটেন্ট ক্রিয়েটররা পরীক্ষামূলকভাবে এআই টুলটি ব্যবহার করতে পারছেন। সূত্র : ম্যাশেবল

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ