২৫ নভেম্বর ২০২৪ সোমবার, ০৯:০৬ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
দেশের বাজারে সোনার দাম অবশেষে কিছুটা কমানো হয়েছে। চলতি মাসে তিনবার বাড়ার পর এবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমিয়ে ১ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম কার্যকর হবে মঙ্গলবার (২৬ নভেম্বর) থেকে।
গত ২০, ২২, এবং ২৪ নভেম্বর টানা তিনবার সোনার দাম বাড়ানো হয়, যার ফলে প্রতি ভরিতে মোট ৬ হাজার ৭৫৭ টাকা বেড়েছিল। তবে সোমবার (২৫ নভেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর বৈঠকে দাম কিছুটা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোনার নতুন মূল্য তালিকা:**
২২ ক্যারেট:** ১ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকা (কমেছে ১,৮৯০ টাকা)
২১ ক্যারেট:** ১ লাখ ৩৩ হাজার ৯৯৬ টাকা (কমেছে ১,৮০৮ টাকা)
১৮ ক্যারেট:** ১ লাখ ১৪ হাজার ৮৫৫ টাকা (কমেছে ১,৫৪০ টাকা)
সনাতন পদ্ধতি:** ৯৪ হাজার ৩২৭ টাকা (কমেছে ১,৩১৮ টাকা)
সোনার বাজারে এই পরিবর্তন এসেছে আন্তর্জাতিক বাজারে তেজাবী সোনার দাম কমার প্রভাবে। তবে রুপার দাম এই পরিবর্তনের আওতায় পড়েনি। ২২ ক্যারেট রুপার দাম এখনও ২,৫৭৮ টাকাতেই অপরিবর্তিত রয়েছে।
সোনার দামের এই সাম্প্রতিক ওঠানামা বাজারে ভোক্তাদের মনে কৌতূহল এবং প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই হ্রাস সাময়িক না স্থায়ী, তা সময়ই বলে দেবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।