০২ অক্টোবর ২০২৩ সোমবার, ০৪:৩৯ পিএম
আন্তর্জাতিক ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
কোভিডের ভ্যাকসিন আবিষ্কার করে এ বছরের চিকিৎসাবিজ্ঞানের নোবেল জিতেছেন দুই গবেষক। যৌথভাবে নোবেল জেতা ওই দুই গবেষক হচ্ছেন, ক্যাটালিন কারিকো এবং ড্রিউ ওয়েইজম্যান। এরমধ্যে ক্যাটালিন হাঙ্গেরির নাগরিক আর ড্রিউ মার্কিন নাগরিক। সোমবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় নোবেল কমিটি তাদের নাম ঘোষণা করে।
নোবেল কমিটির ওয়েবসাইটেও তাদের নোবেল জয়ের কথা ঘোষণা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এই দুই গবেষক কোভিডের ভ্যাকসিন আবিষ্কারের পেছনে ‘অভূতপূর্ব’ অবদান রেখেছেন। তারা ‘আধুনিক সময়ে মানব-স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি’র মধ্যে ভ্যাকসিন আবিষ্কারে কাজ করেছেন। ওয়েবসাইটে আরও বলা হয়েছে, ২০২০ সালের প্রথম দিকে শুরু হওয়া কোভিড মহামারির বিরুদ্ধে ‘কার্যকর’ এমআরএনএ ভ্যাকসিন তৈরির জন্য এই দুই গবেষকের আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এমআরএনএ কীভাবে মানুষের ইমিউন সিস্টেমের সঙ্গে মিথস্ক্রিয়া করে সে সম্পর্কে জানা-বোঝায় মৌলিক পরিবর্তন এসেছে তাদের ‘যুগান্তকারী’ গবেষণার মাধ্যমে।
উল্লেখ্য, প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। প্রথম দিন ঘোষণা করা হয় চিকিৎসাবিজ্ঞানের নোবেল। ছয়টি বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
এরমধ্যে নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়। মঙ্গলবার পদার্থে আর বুধবার রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর ৫ই অক্টোবর সাহিত্যে আর ৬ই অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম জানা যাবে। দুই দিন বিরতি দিয়ে ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতির নোবেল।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।