facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ মার্চ বুধবার, ২০২৫

Walton

কাতারে সিআইএ ও মোসাদ প্রধানদের বৈঠক


৩০ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার, ০৯:৩৫  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


কাতারে সিআইএ ও মোসাদ প্রধানদের বৈঠক

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি বাড়ানোর জন্য আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরায়েলের মোসাদের প্রধানরা। ২৮ নভেম্বর, মঙ্গলবার তারা কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন।

মঙ্গলবারের বৈঠকে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস, মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া ছাড়াও মিশরের গোয়েন্দা পরিচালক আব্বাস কামেলও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে মার্কিন মিডিয়া সিএনএন।

কাতার, যুক্তরাষ্ট্র এবং মিশরের মধ্যস্থতায় ২৪ নভেম্বর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে ৪ দিনের একটি যুদ্ধবিরতি শুরু হয়। পরবর্তীতে এটি আরও দুই দিন বাড়ানো হয়।

এ সময়ের মধ্যে হামাসের হাতে বন্দী ৬৯ জন জিম্মিকে মুক্তি দেওয়া হয়। পরিবর্তে কারাগারে বন্দী ১৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এদের সবাই নারী ও শিশু ছিল।

এই যুদ্ধবিরতি চুক্তি আরও বাড়ানো যায় কিনা সেটি এখন খতিয়ে দেখছে মধ্যস্থতাকারী দেশগুলো।

এদিকে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বার্নস বন্দী বিনিময় চুক্তিতে পুরুষ এবং সৈন্যদের অন্তর্ভুক্ত করার জন্য ইসরায়েল ও হামাসকে চাপ দিতে চেয়েছিলেন।

একজন মার্কিন কর্মকর্তা এবং একটি দ্বিতীয় সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সিআইএ পরিচালক বিশদ বিবরণ না দিয়ে গাজা যুদ্ধের অন্যান্য দিকগুলো নিয়েও আলোচনা করেছেন।

মঙ্গলবার, একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, এটি ছিল যুদ্ধবিরতি বাড়ানোর জন্য একটি বৈঠক। তবে আলোচনার ফলাফল এখনও জানা যায়নি।

এদিকে ইসরায়েল ও হামাস পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। কিন্তু তারপরেও তারা বন্দী বিনিময় অব্যাহত রেখেছে। হামাস তার হেফাজতে থাকা আরও ১২ জন জিম্মিকে মঙ্গলবার মুক্তি দিয়েছে। সূত্র: আল জাজিরা, দ্য নিউ আরব

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ