facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

কানপুরে তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত


২৯ সেপ্টেম্বর ২০২৪ রবিবার, ০৫:১৩  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


কানপুরে তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত

ভারত-বাংলাদেশের মধ্যকার চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিন থেকেই বাগড়া দিচ্ছে বৃষ্টি। প্রথম দিন খেলা হয়েছিল কেবল ৩৫ ওভার। টাইগাররার আগে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলতেই নামে বৃষ্টি। এরপর সেদিন আর খেলা হয়নি। একই কারণে গতকাল দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। ধারণা করা হয়েছিল আজ তৃতীয় দিনে হয়তো খেলা হবে। কিন্তু শেষ পর্যন্ত তাও হলো না।

গত রাতেও কানপুরে বৃষ্টি হয়েছে। তবে আজ সকাল থেকে বৃষ্টি নেই গ্রিনপার্ক স্টেডিয়ামে। বৃষ্টি না থাকলেও সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। এদিকে ভেজা আউটফিল্ডের কারণে সকালে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। এরপর সকালের সেশনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়ন। এরপর আরও দুই দফা মাঠ পরিদর্শন করেছে কর্তৃপক্ষ।

সবশেষ দুপুর ২ টায় একবার মাঠ পরিদর্শন শেষে জানানো হয়েছে, আজ তৃতীয় দিনেও আর খেলা হচ্ছে না। এদিকে আজ ভারত-বাংলাদেশ দুই দলের ক্রিকেটাররাই হোটেল থেকে মাঠে আসেননি।

এদিকে আজ তৃতীয় দিনে কেনো খেলা হলো না তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে বলে জানা গেছে। দুই দলের ক্রিকেটারদের জানানো হয়েছে মাঠ ভেজা থাকায় খেলা হচ্ছে না। এদিকে গ্রিন পার্ক স্টেডিয়ামের প্রেসবক্সে থাকা সাংবাদিকদের জানানো হয়েছে, আলোকস্বল্পতার কারণে খেলা শুরু করা যায়নি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ