facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি বুধবার, ২০২৫

Walton

কানাডা ও মেক্সিকোকে শুল্কের কড়াল ঘায়ে বিদ্ধ করবে যুক্তরাষ্ট্র!


০২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ১০:০২  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


কানাডা ও মেক্সিকোকে শুল্কের কড়াল ঘায়ে বিদ্ধ করবে যুক্তরাষ্ট্র!

কানাডা, মেক্সিকো ও চীন থেকে আমদানি করা পণ্যে বিশাল শুল্ক আরোপের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই শুল্ক নিয়ে সামাজিক মাধ্যমে প্রকাশ্য টিটকারি করেছেন তিনি।

নিজস্ব সামাজিক মাধ্যম ‘ট্রুথ’-এ দুটি পোস্টে ট্রাম্প বলেন, "আমাদের দেশ এখন সাধারণ জ্ঞান দিয়ে পরিচালিত হচ্ছে এবং এর ফলাফল হবে চমকপ্রদ! একটু কষ্ট হবে হয়তো, কিন্তু আমেরিকাকে আবার মহান করে তুলব এবং এর মূল্য দিতে হবে।" তিনি আরো দাবি করেন, এবার নাকি আমেরিকার জন্য আসছে ‘স্বর্ণযুগ’।

ট্রাম্প কানাডাকে ইঙ্গিত করে বলেন, "আমরা কানাডাকে কোনো কারণ ছাড়াই শত শত বিলিয়ন ডলার ভর্তুকি দেই। আমাদের সীমাহীন এনার্জি আছে, নিজস্ব গাড়ি তৈরি করা উচিত। তিতা হলেও সত্য যে কানাডাকে আমাদের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করা উচিত। অঙ্গরাজ্য হলে তাদের আর এতো শুল্ক দিতে হবে না।"

যুক্তরাষ্ট্র মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে, তবে জ্বালানি ও সংশ্লিষ্ট উপকরণে শুল্ক ধরা হয়েছে ১০ শতাংশ। একইসঙ্গে চীনের পণ্যে বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্পের দাবি, তার প্রথম শাসনামলেও চীনের পণ্যে বড় পরিসরে শুল্ক আরোপ করা হয়েছিল, যা বাইডেন প্রশাসন অব্যাহত রেখেছিল। এবার আরও ১০ শতাংশ বাড়ানো হলো।

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো এই শুল্ক আরোপে ‘ইন্টারন্যাশনাল ইমারজেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট’ আইনের সহায়তা নিচ্ছেন ট্রাম্প। হোয়াইট হাউসের মতে, অবৈধ অভিবাসন ও মাদক প্রবাহের হুমকি মোকাবেলায় এই পদক্ষেপ জরুরি।

ট্রাম্পের এহেন মন্তব্য ও সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, এই শুল্ক আরোপ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ