facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ মার্চ বুধবার, ২০২৫

Walton

কানাডা ও মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপ সাময়িক স্থগিত


০৭ মার্চ ২০২৫ শুক্রবার, ১১:০০  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


কানাডা ও মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপ সাময়িক স্থগিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক বাণিজ্য নীতিতে নতুন মোড় দিয়েছেন। কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা অধিকাংশ পণ্যের ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক সাময়িকভাবে স্থগিত করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার এই সিদ্ধান্ত ঘোষণা করেন ট্রাম্প।

বাণিজ্য নীতিতে অস্থিরতা, বাজারে উদ্বেগ

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্পের বাণিজ্য নীতি নানা বিতর্ক সৃষ্টি করেছে। তার সাম্প্রতিক এই পদক্ষেপও বিশ্ববাজারে আলোড়ন তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অনিশ্চিত বাণিজ্য নীতি বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং মুদ্রাস্ফীতি ও প্রবৃদ্ধির মন্দা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

কানাডা ও মেক্সিকোকে সাময়িক ছাড়

ট্রাম্পের ঘোষণার ফলে এই দুই দেশের জন্য শুল্ক অব্যাহতির মেয়াদ আগামী ২ এপ্রিল পর্যন্ত থাকবে। তবে এরপর থেকে তিনি বিশ্বজুড়ে মার্কিন বাণিজ্য অংশীদারদের পণ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন।

শুল্ক আরোপের পটভূমি

গত মঙ্গলবার ট্রাম্প কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। তবে দুই দিন পর তিনি প্রথমে মেক্সিকোকে এই শুল্ক থেকে সাময়িক ছাড় দেন এবং পরে কানাডাকেও অন্তর্ভুক্ত করেন। এই তিনটি দেশই নর্থ আমেরিকান বাণিজ্য চুক্তির (USMCA) অংশীদার।

কানাডার পাল্টা পদক্ষেপ স্থগিত

ট্রাম্পের এই সাময়িক ছাড়ের ফলে কানাডাও তাদের পূর্বনির্ধারিত পাল্টা শুল্ক আরোপ আপাতত স্থগিত রেখেছে। দেশটির অর্থমন্ত্রী ডোমিনিক লাব্লাঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ২ এপ্রিল পর্যন্ত ১২৫ বিলিয়ন কানাডীয় ডলারের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত থাকবে।

কানাডার কিছু পণ্যে শুল্ক বহাল

হোয়াইট হাউসের সংশোধিত আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সার পটাশসহ বেশ কিছু পণ্যে শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। তবে জ্বালানি পণ্যে এ সুবিধা দেওয়া হয়নি। ট্রাম্প কানাডার জ্বালানি পণ্যে ১০ শতাংশ শুল্ক বহাল রেখেছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, USMCA চুক্তির আওতায় সব জ্বালানি পণ্য অন্তর্ভুক্ত না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চীনের বিরুদ্ধে বাণিজ্যিক কঠোরতা অব্যাহত

প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্র–মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। চীন থেকে মাদক ফেন্টানিল যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়টি তিনি এর কারণ হিসেবে উল্লেখ করেছেন। সেই সঙ্গে চীনা পণ্যে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের বিরুদ্ধে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। যদিও কানাডা ও মেক্সিকোর জন্য শুল্ক আরোপ কিছুটা বিলম্বিত হয়, তবে চীনের ওপর আরোপিত শুল্ক দ্বিগুণ করেছেন তিনি।

ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী?

মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘২ এপ্রিল থেকে আমরা বিশ্বব্যাপী বাণিজ্য অংশীদারদের পণ্যের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করতে যাচ্ছি। আমরা আশা করছি, মেক্সিকো ও কানাডা যুক্তরাষ্ট্রে ফেন্টানাইল প্রবাহ বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে।’

বিশ্বব্যাপী বাণিজ্য পরিস্থিতির এই অস্থিরতা ব্যবসায়ী মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ট্রাম্প প্রশাসনের পরবর্তী সিদ্ধান্ত কী হবে, তা নিয়ে মার্কিন ও আন্তর্জাতিক ব্যবসায়ী মহল সতর্ক দৃষ্টি রাখছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

অর্থ ও বাণিজ্য -এর সর্বশেষ