facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১০ জানুয়ারি শুক্রবার, ২০২৫

Walton

কানাডায় সংবাদ পরিসেবা বন্ধ করল ফেসবুক


২৪ জুন ২০২৩ শনিবার, ১০:১৪  এএম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


কানাডায় সংবাদ পরিসেবা বন্ধ করল ফেসবুক

কানাডার পার্লামেন্টে সিনেটে গণমাধ্যম সম্পর্কিত নতুন আইন পাসের প্রতিবাদে দেশটির গ্রাহকদের জন্য সংবাদ পরিসেবা বন্ধ করছে সামাজিক মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই দুই সংবাদ মাধ্যমের মাতৃসংস্থা মেটা বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।

মেটার পক্ষ থেকে বলা হয়, ‘আমরা এই মর্মে নিশ্চিত করছি, এখন থেকে কানাডার ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা আর সংবাদ পরিসেবা ভোগ করতে পারবেন না।’ তবে সংবাদ পরিবেশন বন্ধ থাকলেও ফেসবুক ও ইনস্টাগ্রামের অন্যান্য পরিসেবা ভোগের ক্ষেত্রে কানাডার নেটিজেনরা কোনো অসুবিধার সম্মুখীন হবেন না বলেও বিবৃতিতে জানিয়েছে মেটা।

কানাডার পার্লামেন্টে পাস হওয়া আইন অনুসারে, এখন থেকে কানাডার কোনো পত্রিকা, টেলিভিশন চ্যানেল কিংবা অনলাইন সংবাদ মাধ্যমের সংবাদ বা নিউজ কনটেন্ট আর বিনামূল্যে নিজেদের সাইটে প্রকাশ করতে পারবে না ফেসবুক এবং ইনস্টাগ্রাম।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ