facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১১ জানুয়ারি শনিবার, ২০২৫

Walton

কারবালার স্মরণে তাজিয়া মিছিলে মানুষের ঢল


১৭ জুলাই ২০২৪ বুধবার, ০৬:১১  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


কারবালার স্মরণে তাজিয়া মিছিলে মানুষের ঢল

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় পর বের হওয়া এই মিছিলে শিয়া সম্প্রদায়ের হাজারও মানুষ অংশ নিয়েছেন। পুরান ঢাকার হোসেনি দালান থেকে শুরু হয় মিছিলটি লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট, নীলক্ষেত ঘুরে, সায়েন্স ল্যাবরেটরি মোড় হয়ে ধানমণ্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে শেষ হবে। ‘হায় হোসেন’ ‘হায় হোসেন’ধ্বনিতে কারবালার বিয়োগান্তক ঘটনা স্মরণ করছেন মিছিলে অংশ নেয়া শিয়া সম্প্রদায়ের মানুষ।

মিছিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশ কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। তাজিয়া মিছিলে কারবালার স্মরণে কালো মখমলের চাঁদোয়ার নিচে কয়েকজন বহন করেন ইমাম হোসেনের (রা.) প্রতীকী কফিন। মিছিলের সামনে ছিল ইমাম হাসান ও ইমাম হোসেনের দুটি প্রতীকী ঘোড়াও।

শোকের এই মিছিলে অংশগ্রহণকারীদের পরনে কালো পোশাক, মাথায় কালো পট্টি, কারও হাতে আবার ঝালর দেয়া লাল, কালো ও সোনালি রংয়ের ঝান্ডা দেখা গেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: