facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১০ জানুয়ারি শুক্রবার, ২০২৫

Walton

কাশফিয়া আঁখির ‘মন ভালো নেই’


২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার, ০৯:০৪  পিএম

শেয়ার বিজনেস24.কম


কাশফিয়া আঁখির ‘মন ভালো নেই’
মন ভালো নেই
নিরব সন্ধ্যা কাঁদে,
মন ভালো নেই
কারণ হীনা ডুবেছি অবসাদে।
 
মন ভালো নেই
রাত্রী নামে চাঁদ ঢলে পূবে,
মন ভালো নেই
নীলাভ ব্যথা জলছাপ অবয়বে।
 
মন ভালো নেই
রৌদ্র নামে সকালের সারা গায়,
মন ভালো নেই
করুণ জ্বর শরীর ছুঁয়ে যায়।
 
মন ভালো নেই
অলস দুপুর উদাস লাগে ভারী,
মন ভালো নেই
তুমিহীন তাই সুখের সাথে আড়ি।
 
মন ভালো নেই
নিরব বিকেল সুতো ছেঁড়া গান,
মন ভালো নেই
ঝরা পালকের ফেরার আহবান।
 
মন ভালো নেই
কারণহীনা বারণ শোনেনা মন,
মন ভালো নেই
দ্বীপ নেভা রাত তারা অগনন।
 
 
মন ভালো নেই
শুঁকছি বসে স্মৃতির সোঁদা গন্ধ,
মন ভালো নেই
শৈশবের আয়না ফেরার দরজা বন্ধ।
মন ভালো নেই
গাঙচিল সুখে অসুখ বাঁধে দানা,
কতটা দূরে গিয়েছো সরে হলোনা আজো জানা।
 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

নারী ও নারী উদ্যোক্তা -এর সর্বশেষ