১০ এপ্রিল ২০২৪ বুধবার, ১২:০৬ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
চট্টগ্রামে সন্তানকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়ে হাসপাতালের আইসিইউতে থাকা চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ এপ্রিল) ভোরে চিকিৎসক কোরবান আলী মারা যান বলে জানিয়েছেন তার ছেলে আলী রেজা। তিনি জানান, ভোর সাড়ে ৫টার দিকে আইসিইউতে তার বাবার মৃত্যু হয়েছে।
নগরীর আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনি ঈদগাঁও মাঠ সংলগ্ন জে লাইনে গত ৫ এপ্রিল কিশোর গ্যাংয়ের হামলার মুখে পড়েন দন্ত চিকিৎসক কোরবান আলীর ছেলে আলী রেজা। ছেলেকে মারধর করতে দেখে বাঁচাতে গিয়ে নিজেও হামলার শিকার হন কোরবান আলী। তার মাথায় ইট দিয়ে আঘাত করা হয়েছিল বলে জানিয়েছিলেন আলী রেজা। কোরবান আলীকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর অবস্থার অবনতি হয়। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই বুধবার ভোরে তার মৃত্যু হয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।