facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি বুধবার, ২০২৫

Walton

কী মিলছে ঢাকা মেকার্সে


০২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ০৬:৫৬  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


কী মিলছে ঢাকা মেকার্সে

শুরু হয়েছে ঢাকা মেকার্সের তৃতীয় পর্ব। চারু ও কারুশিল্পের চমৎকার সব উপাদানের সমারোহ নিয়ে ৩০ জানুয়ারি রাজধানীর তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে শুরু হওয়া উৎসবটি চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

ঢাকা মেকার্সের প্রথম দুই দিনে বিভিন্ন বয়সের শিল্পপ্রেমী মানুষদের পদচারণে মুখর ছিল আলোকি প্রাঙ্গণ। বিলুপ্তপ্রায় বিভিন্ন কারুপণ্য নিয়ে এ উৎসবে এসেছিলেন দেশীয় উদ্যোক্তা ও কারুশিল্পীরা। আলোকির গ্লাস হাউসের ক্র্যাফট মার্কেটে দেখা মিলল ঐতিহ্যবাহী জামদানি, শোলা, শতরঞ্জি, শীতলপাটি, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তৈরি পণ্য, কাঠ ও বাঁশের সামগ্রী, নারকেলের খোল দিয়ে তৈরি বিভিন্ন উপাদান, টেপা পুতুল ও শোলা দিয়ে তৈরি পণ্যসহ বিলুপ্তপ্রায় নানা কারুপণ্যের। এ ছাড়া সিমেন্ট, সিরামিক, রিকশার কৃত্রিম চামড়াসহ বিভিন্ন উপাদান দিয়ে তৈরি সৃজনশীল পণ্যের দেখা মিলছে মেকার্স মার্কেটে। খাওয়াদাওয়ার জায়গা, প্রদর্শনী ও বিভিন্ন কর্মশালাও আছে মেলায়।

মাটির তৈরি বাঁশি ‘ওকারিনা’ বাজাচ্ছেন চঞ্চল কুমার বিশ্বাস
মাটির তৈরি বাঁশি ‘ওকারিনা’ বাজাচ্ছেন চঞ্চল কুমার বিশ্বাস
সিরামিকের ওপর নকশা করা মুখোশ
সিরামিকের ওপর নকশা করা মুখোশ
 
ফুটপাত থেকে সংগ্রহ করা পোশাক ও অনুষঙ্গ নিয়ে এসেছেন শাহাদাত হোসেন
ফুটপাত থেকে সংগ্রহ করা পোশাক ও অনুষঙ্গ নিয়ে এসেছেন শাহাদাত হোসেন
কাকতাড়ুয়া পরেছে বেঙ্গল মোটিফের টাই
কাকতাড়ুয়া পরেছে বেঙ্গল মোটিফের টাই
গর্বের ইতিহাস উঠে এসেছে পোস্টকার্ডে
গর্বের ইতিহাস উঠে এসেছে পোস্টকার্ডে
টি-শার্টের ওপর নকশিকাঁথার সেলাই
টি-শার্টের ওপর নকশিকাঁথার সেলাই
কফিন থিমে সিমেন্ট দিয়ে তৈরি অ্যাশট্রে, গয়নার বাক্স ও শোপিস
কফিন থিমে সিমেন্ট দিয়ে তৈরি অ্যাশট্রে, গয়নার বাক্স ও শোপিস
নিপুণ হাতে তৈরি শোলার পাখি ও প্রাসাদ
নিপুণ হাতে তৈরি শোলার পাখি ও প্রাসাদ
পাটের তৈরি এমন পণ্যের দেখা মিলছে মেলায়
পাটের তৈরি এমন পণ্যের দেখা মিলছে মেলায়
বর্ণিল ঢাকা মেকার্সে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়
বর্ণিল ঢাকা মেকার্সে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: