০৪ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার, ১১:৫৩ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় কৃষক ও জেলেদের সহায়তায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও ব্র্যাক। হাওড় ও বরেন্দ্র অঞ্চলের কৃষকদের টেকসই কৃষি চর্চায় সহায়তা এবং সুন্দরবনের জেলেদের জীবনমান উন্নয়নে নেওয়া হয়েছে একাধিক কার্যক্রম।
কৃষকদের জলবায়ু সহনশীল বীজ, ৩৫৩ ধরনের আধুনিক কৃষি প্রযুক্তি, ফসল সংরক্ষণের ব্যবস্থা এবং প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কৃষি আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আয় উন্নয়নের লক্ষ্যে প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
হাওর অঞ্চলের বজ্রপাতজনিত প্রাণহানি কমাতে ৩৪,৮২৫টি তালগাছ রোপণ করা হয়েছে। বরেন্দ্র অঞ্চলে বসানো হয়েছে ২৮টি সৌরচালিত সেচ পাম্প, যা সেচ ব্যয় কমাবে এবং নতুন আয়ের সুযোগ সৃষ্টি করবে।
সুন্দরবনের ৫৬০ জন জেলের জন্য নৌকা ও জালসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। গভীর সমুদ্রে ইলিশ মাছ ধরার জন্য দেওয়া হয়েছে ১০টি বড় ইঞ্জিনচালিত নৌকা ও জাল এবং নদীতে মাছ ধরার জন্য ৫৬টি ছোট নৌকা ও জাল। ফলে জেলেরা এখন আরও স্বাধীনভাবে মাছ ধরতে এবং আয় বাড়াতে সক্ষম হবেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগের প্রধান, বিটপী দাস চৌধুরী বলেন, ‘কৃষক ও জেলেরা দেশের অর্থনীতির ভিত্তি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তাদের সহায়তা করা আমাদের দায়িত্ব। ব্র্যাকের সঙ্গে এই উদ্যোগ কৃষি ও মৎস্য খাতকে আরও শক্তিশালী করবে।’
দীর্ঘ ১২০ বছরের অভিজ্ঞতা নিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের টেকসই উন্নয়নে কাজ করে যাচ্ছে। অন্যদিকে, ব্র্যাক দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক বৈষম্য হ্রাসে কাজ করছে, বিশেষ করে নারী ও শিশুদের ক্ষমতায়নে ভূমিকা রাখছে।
এই উদ্যোগ শুধু কৃষক-জেলেদের উন্নয়নই নয়, বরং সমগ্র অর্থনীতিকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার একটি শক্তিশালী পদক্ষেপ।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।