facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৪ ডিসেম্বর বুধবার, ২০২৪

Walton

কৃষি পরিসেবা কমিটিতে কৃষক দলের প্রতিনিধি মনোনয়নের দাবি


০১ ডিসেম্বর ২০২৪ রবিবার, ১১:১৩  পিএম

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

শেয়ার বিজনেস24.কম


কৃষি পরিসেবা কমিটিতে কৃষক দলের প্রতিনিধি মনোনয়নের দাবি

 

কৃষি পরিসেবা পরিচালনা কমিটিতে কৃষক দলের প্রতিনিধি মনোনয়নের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি দিয়েছে চরফ্যাশন উপজেলা কৃষক দল।

রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথির কাছে এ স্মারকলিপি দেন চরফ্যাশন উপজেলা কৃষকদল সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান।

স্মারক লিপি প্রদানের আগে তারা উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল্লাহ আজমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে চরফ্যাশন সদরে প্রতিবাদ সমাবেশ করেন। জাতীয়তা বাদি চরফ্যাশন উপজেলা কৃষক দল ও পৌর কৃষক দলের ব্যানারে তারা এই প্রতিবাদ সমাবেশ করেছেন।
উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান বলেন, উপজেলা কৃষি পরিসেবা পরিচালনা কমিটিতে মূলধারার প্রতিনিধি না নিয়ে এই দুই কর্মকর্তা স্বজন প্রীতির মাধ্যমে নিজস্ব লোককে প্রতিনিধি বানিয়েছেন। যেখানে আমাদের কৃষকদের চাওয়া পাওয়া বা উপজেলা কৃষি অফিসের কোনো সেবা কৃষকরা পাচ্ছেন না। বিগত সরকারের সময়ের তালিকায় কৃষক না এমন মানুষকে সহযোগিতা দিচ্ছে কৃষি অফিস। বিক্ষুব্ধ কৃষকরা আরও বলেন,উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান ও সানাউল্লাহ আজম এবং সাবেক ইউএনও নওরীন হক তাদের মনমতো কৃষি পরিসেবা পরিচালনা কমিটিতে কৃষক প্রতিনিধি হিসেবে সাজ্জাদকে মনোনিত করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে তৎকালীন নির্বাহী কর্মকর্তা সাজ্জাদকে কৃষক প্রতিনিধি হিসেবে মনোনিত করেছেন। এবিষয়ে বর্তমান নির্বাহী কর্মকর্তা সমাধান দিবেন।

উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল্লাহ আজম বলেন, কৃষক পরিসেবা কমিটি গঠন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাজ। এই বিষয়ে আমার কোনো দায়িত্ব নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, কৃষক দলের সভাপতি সম্পাদক একটি স্মারকলিপি দিয়েছেন। কৃষকরা যাতে তাদের ন্যায্য অধিকার পায় তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: