facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

কৃষি ব্যাংক ও রাকাব পেলো নতুন এমডি


১০ মে ২০২৩ বুধবার, ০৫:৪৯  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


কৃষি ব্যাংক ও রাকাব পেলো নতুন এমডি

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) নতুন দুই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৯ মে) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

বিকেবির এমডি হয়েছেন মো. শওকত আলী খান। তিনি রূপালী ব্যাংকের ডিএমডি থেকে পদোন্নতি পেয়ে বিকেবির এমডি হয়েছেন।

অপদিকে রাকাবের এমডি হয়েছেন নিরঞ্জন চন্দ্র দেবনাথ। তিনি এতোদিন সোনালী ব্যাংকের ডিএমডি থেকে পদোন্নতি পেয়ে রাকাবের এমডি হয়েছেন।

মাসখানেক আগে সরকার বিকেবির এমডি মো. আবদুল জব্বারকে জনতা ব্যাংকের এমডি করায় পদটি এত দিন শূন্য ছিল। ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করে আসছিলেন চানু গোপাল ঘোষ।

রাকাবের এমডি মো. জাহিদুল হকও সম্প্রতি অবসরে যাওয়ায় শূন্য ছিল এমডি পদ। ডিএমডি কাজী আবদুর রহমান ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করে আসছিলেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ