১৭ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার, ১১:২৭ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
শেয়ারবাজারের এসএমই খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠান কৃষিবিদ ফিড লিমিটেডের বিরুদ্ধে একের পর এক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ২০২৩ সালের ঘোষিত ডিভিডেন্ড এখনো বিনিয়োগকারীদের পরিশোধ করা হয়নি, বরং ২০২৪ সালের জন্য নতুন বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। বিনিয়োগকারীদের মতে, এটি একটি সুস্পষ্ট প্রতারণা।
ডিভিডেন্ড পরিশোধ না করে নতুন ঘোষণা!
সূত্রমতে, ২০২৩ অর্থবছরের জন্য ঘোষিত ১০% ক্যাশ ও ২% বোনাস ডিভিডেন্ড এখনো শেয়ারহোল্ডারদের পরিশোধ করা হয়নি। অথচ, ৩০ জুন ২০২৪ পর্যন্ত নতুন ৫% বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। আইন অনুযায়ী, ঘোষিত ডিভিডেন্ড ৩০ দিনের মধ্যে পরিশোধ করা বাধ্যতামূলক। কিন্তু কৃষিবিদ ফিড এই আইন মানেনি, যা স্পষ্টতই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স লঙ্ঘন।
ফান্ড সংকট নাকি অন্য খাতে ব্যবহার?
কোম্পানির সচিব মো. মামুন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, ফান্ড সংকটের কারণে ডিভিডেন্ড পরিশোধে বিলম্ব হচ্ছে। তবে বিনিয়োগকারীরা দাবি করছেন, কোম্পানি তাদের টাকা অন্য খাতে ব্যবহার করছে, যা সম্পূর্ণ অবৈধ।
নিয়ন্ত্রক সংস্থাগুলোর নীরব ভূমিকা
বিনিয়োগকারীরা অভিযোগ করেছেন যে, বিএসইসি এবং ডিএসই কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। তাদের মতে, যদি যথাসময়ে পদক্ষেপ নেওয়া হতো, তবে কৃষিবিদ ফিড এক বছরেরও বেশি সময় ধরে বিনিয়োগকারীদের পাওনা আটকে রাখতে পারত না।
আগেও আইন লঙ্ঘনের নজির
এটি প্রথমবার নয়, কৃষিবিদ ফিড এর আগে আইন লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। উদ্যোক্তা পরিচালক জিন্নাত আরা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন, যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন লঙ্ঘন। এছাড়া, বোনাস শেয়ার ইস্যুর ক্ষেত্রে কনসেন্ট লেটার শর্ত লঙ্ঘনের অভিযোগও রয়েছে।
বিনিয়োগকারীদের দাবি: কঠোর ব্যবস্থা গ্রহণ করুন
বিনিয়োগকারীদের মতে, এসএমই বোর্ড বিলুপ্ত করে এসব কোম্পানিকে মূল মার্কেটে স্থানান্তর করা উচিত, যাতে সঠিক মনিটরিং নিশ্চিত করা যায়। পাশাপাশি, বিএসইসি যদি যথাযথ পদক্ষেপ নিত, তাহলে বিনিয়োগকারীদের এই ধরনের প্রতারণার শিকার হতে হতো না।
নিয়ন্ত্রক সংস্থাগুলোর দ্রুত হস্তক্ষেপ এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ছাড়া শেয়ারবাজারে এই ধরনের অনিয়ম বন্ধ করা সম্ভব নয় বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।