০৯ ডিসেম্বর ২০২৪ সোমবার, ১০:৩৭ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
শীতের আগমন উপলক্ষে কেএফসির মেনুতে যুক্ত হয়েছে এক নতুন খাবার—টোস্টেড টুইস্টার, যা দেশের সব কেএফসির শাখায় পাওয়া যাবে। এই নতুন মেনুটি কেএফসি প্রেমীদের জন্য দেবে এক নতুন স্বাদের অভিজ্ঞতা, এবং এটি পাওয়া যাবে ডাইন-ইন, টেকঅ্যাওয়ে, অনলাইন অর্ডার বা কেএফসি অ্যাপের মাধ্যমে।
অন্যদিকে, লা ডেলিশিয়া—বেকারি ব্র্যান্ডটি মিরপুরের ৬০ ফিট এলাকায় খুলল তার নতুন শাখা। সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে এই শাখা, যেখানে পাওয়া যাবে কেক, পেস্ট্রি, ডোনাট, কুকিজ, ডেজার্ট এবং নোনতা খাবারের নানা বৈচিত্র্য।
ট্রান্সকম ফুডস লিমিটেড এর সিইও অমিত দেব থাপা বলেছেন, “বিশ্বব্যাপী জনপ্রিয় টুইস্টার এখন বাংলাদেশের বাজারে। আশা করছি, আমাদের নতুন এই টোস্টেড টুইস্টার ভোক্তাদের কাছে ব্যাপক সাড়া ফেলবে।”
অর্ডার করতে ভিজিট করুন: www.kfcbd.com/menu/twister
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।