১৩ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার, ০৬:৫২ পিএম
শেয়ার বিজনেস24.কম
বাজারে কত রকমারি টিভি দেখা যায়। এলইডি, এলসিডি, এইচডি, আল্ট্রা এইচডি ইত্যাদি নানান ধরনের টিভির মধ্যে কোনো একটা নিশ্চয়ই আপনার বাড়ির দেয়ালে শোভা পায়।
কিন্তু টিভি যতই দামি হোক না কেন, বন্ধ করলে কিন্তু সেই একটা কালো ফ্রেম। একঘেয়ে। ফেলে দিন ওসব। কারণ, প্যানাসনিক উন্মোচন করেছে এমন এক টিভি, যা বন্ধ করলে হয়ে যায় একটুকরো কাচ, স্বচ্ছ কাঁচ।
সম্প্রতি জাপানে `ক্রিয়েটেক ইলেক্ট্রনিকস এক্সপো` নামের এক প্রদর্শনীতে এই টিভি বিশ্বের সামনে তুলে ধরে প্যানাসনিক।
প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম এনগ্যাজেট বলছে, স্বচ্ছ এই টিভি ব্যবহার করা যেতে পারে শো-কেসের স্লাইডিং ডোর হিসেবেও। টিভি সুইচ অফ করলেই দেখা যাবে কাচের ওপারে থাকা সব কিছু।
এই টিভিকেই `অদূর ভবিষ্যতের টিভি` বলছেন বিশেষজ্ঞরা। তবে এই টিভির বাণিজ্যিক উৎপাদন এখনো শুরু করেনি প্যানাসনিক।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।