facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৪ জানুয়ারি শনিবার, ২০২৫

Walton

কোম্পানির তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে যুগান্তকারী উদ্যোগ


০১ জানুয়ারি ২০২৫ বুধবার, ০৭:৪২  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


কোম্পানির তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে যুগান্তকারী উদ্যোগ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, তথ্যের অবাধ প্রবাহ বৃদ্ধি করে পুঁজিবাজারের বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সকলের জন্য তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।

বুধবার (১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির ওয়েবসাইটে তালিকাভুক্ত কোম্পানির আর্থিক বিবরণীর সাবমিশন স্ট্যাটাস সম্পর্কিত তথ্য প্রকাশের কার্যক্রম উদ্বোধন করে তিনি এই উদ্যোগকে যুগান্তকারী বলে অভিহিত করেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, "চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে তথ্য একটি প্রধান চালিকা শক্তি। এই কার্যক্রম বিনিয়োগকারীদের আরও সুসংগঠিত বিনিয়োগ পরিকল্পনায় সহায়তা করবে। ভবিষ্যতে এধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হবে।"

উল্লেখ্য, ডিএসই ও সিএসই ওয়েবসাইটে তালিকাভুক্ত কোম্পানির লক্ষাধিক নতুন তথ্য যুক্ত করা হয়েছে। এই তথ্য বিনিয়োগকারী, গবেষক ও বাজার নিয়ন্ত্রণকারীদের জন্য কার্যকরী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে পুঁজিবাজার সংশ্লিষ্টরা বিএসইসির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন উদ্যোগ আরও গতি আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ