১৮ আগস্ট ২০২৩ শুক্রবার, ১১:০৫ এএম
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার বিজনেস24.কম
নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুটি হাসপাতালকে সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। এ সময় হেলথ কেয়ার নামের আরো একটি প্রাইভেট হাসপাতালকে সর্তক করা হয়।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার বসুরহাট বাজারে এ অভিযান চালানো হয়।
একই দিন সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি জানান, অনলাইনে আবেদন,ডিউটি ডাক্তার ও ডিল্পোমা নার্স না থাকায় মর্ডাণ হাসপাতালকে সিলগালা সিলগালা করা হয়। অপরদিকে, এ্যাপোলো মেডিকেল সেন্টারে প্যাথলজি টেকনিশিয়ান না থাকায় সিলগালা করা হয়। এ ছাড়া আরও হেলথ কেয়ার নামে একটি হাসপাতালকে সর্তক করা হয়।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।