facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০২ এপ্রিল বুধবার, ২০২৫

Walton

কোরিয়া সরকারের ১৮২০ বৃত্তি


৩১ মার্চ ২০২৫ সোমবার, ০৮:৫০  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


কোরিয়া সরকারের ১৮২০ বৃত্তি

এখন দক্ষিণ কোরিয়া বিদেশি অনেক শিক্ষার্থীর গন্তব্য। আর এ কারণে প্রতিবছর বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। দেশটি বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি। জিডিপির ভিত্তিতে কোরিয়া বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশ। দেশটির শিক্ষাব্যবস্থা সর্বজনস্বীকৃত। বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের নানা বৃত্তিও দেয়।

কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রাবাস শিক্ষার্থীদের জন্য আদর্শ। আবার কেউ ক্যাম্পাসের বাইরে এক রুমের ফ্ল্যাটে, বোর্ডিং হাউসে বা কোরিয়ায় পরিবারের সঙ্গে পেয়িং গেস্ট হিসেবে থাকার সুযোগও আছে। যদিও দেশটিতে ইংরেজির প্রচলন ব্যাপকভাবে হয় না, তবে বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তরুণেরা বেশ সাবলীলভাবে ইংরেজি বলতে পারেন।

দেশটির অন্যতম একটি বৃত্তি ‘গ্লোবাল কোরিয়া স্কলারশিপ। এটি কোরিয়ার গভর্নমেন্ট স্কলারশিপ নামেও পরিচিত। দক্ষিণ কোরিয়ার সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপ প্রোগ্রাম এটি। এ প্রোগ্রামের আওতায় বিদেশি শিক্ষার্থীরা ২০২৫ সালে বৃত্তি নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পাবেন। এ প্রোগ্রামের আওতায় বিদেশি শিক্ষার্থীদের ১ হাজার ৮২০টি বৃত্তি দেওয়া হয়। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
 
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম, আইইএলটিএস ছাড়াই আবেদন

বৃত্তির সুযোগ-সুবিধা—

  • সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

  • টিউশন নেই

  • মিলবে মাসিক ভাতা

  • চিকিৎসা বিমা

  • গবেষণা ভাতা

  • বিমানে যাতায়তের টিকিট

  • ভাষা প্রশিক্ষণ

  • কোরিয়ার ভাষার দক্ষতার জন্য পুরস্কার এবং

  • শিক্ষা সমাপ্তির জন্য অনুদান।

বৃত্তির মেয়াদ—

  • স্নাতকোত্তর ডিগ্রি: ৩ বছর

  • ডক্টরাল ডিগ্রি: ৪ বছর

  • গবেষণা কার্যক্রম: ৬ মাস

আইইএলটিএস প্রস্তুতি, ইংরেজির স্পষ্ট উচ্চারণের জন্য প্রতিদিন করণীয়
 

আবেদনের প্রক্রিয়া—

শেষ বর্ষ ও ফলাফলের জন্য অপেক্ষায় থাকা শিক্ষার্থীরাও ‘গ্লোবাল কোরিয়া স্কলারশিপ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারী ও তাঁর মা–বাবা কোরিয়ার নাগরিক হতে পারবেন না। আবেদন করতে হবে নিজ দেশের কোরিয়া দূতাবাসের মাধ্যমে। এ ক্ষেত্রে আবেদন করার সময় শিক্ষার্থীকে অবশ্যই স্নাতকের প্রত্যাশিত একটি প্রশংসাপত্র জমা দিতে হবে।

  • আবেদনের বৃত্তান্ত ও বৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: