facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩০ অক্টোবর বুধবার, ২০২৪

Walton

ক্যারিয়ারের ৪৬তম শিরোপা জিতলেন মেসি


০৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার, ১২:২৯  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


ক্যারিয়ারের ৪৬তম শিরোপা জিতলেন মেসি

কলম্বাস ক্রুকে ৩-২ গোলে হারিয়ে ‘সাপোর্টারস শিল্ড’ শিরোপা জিতেছে ইন্টার মিয়ামি। এতে মেসি ক্যারিয়ারে পেলেন আরেকটি ট্রফির স্বাদ। ইন্টার মিয়ামির শিরোপা জয়ের ম্যাচে জোড়া গোল করেন লিওনেল মেসি। অন্য গোলটি লুইস সুয়ারেজের।

লোয়ার ডটকম ফিল্ডে মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুর বিপক্ষে মেসির দুটি গোল প্রথমার্ধের শেষ দিকে ও যোগ করা সময়ে। ২-০ গোলে পিছিয়ে পড়া কলম্বাস দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পরই একটি গোল শোধ করে। তবে ৪৮ মিনিটে গোল করেও দলকে আরও এগিয়ে দেন সুয়ারেজ। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আবার কমায় কলম্বাস।

তবে ৬৩তম মিনিটে ডিফেন্ডার রুডি কামাচো লাল কার্ড পেয়ে মাঠ ছাড়ায় বড় ধাক্কা খেতে হয় তাদের। ৮৪তম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরার সুযোগ পায় তারা। কিন্তু মিয়ামি গোলকিপার ক্যালেন্ডার ডানদিকে ঝাঁপিয়ে ফিরিয়ে দেন শট। এতেই হার নিয়ে মাঠ ছাড়তে হয় কলম্বাসকে।

৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড নিশ্চিত করে মিয়ামি। আরও দুই ম্যাচ বাকি। ২০২০ সালে মেজ লিগ সকারে যাত্রা শুরুর পর এই টুর্নামেন্টে তাদের প্রথম ট্রফি এটি। আর মেসির ক্যারিয়ারের ৪৬তম ট্রফি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: