facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৪ জানুয়ারি শনিবার, ২০২৫

Walton

ক্রাফটসম্যান ফুটওয়্যারের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা


৩১ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার, ১০:৩৭  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ক্রাফটসম্যান ফুটওয়্যারের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

 

ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসোরিজ লিমিটেড এর ৫ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এজিএমে ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের এসএমই সেক্টরে তালিকাভুক্ত কোম্পানিটি। রোববার রাজধানীর ইস্কাটন গার্ডেনে অবস্থিত পুলিশ কনভেনশন হলে বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসোরিজ লিমিটেড এর বোর্ড চেয়ারপার্সন ডা.রেজিনা বেগম, ব্যবস্থাপনা পরিচালক সাদাত হোসেন সেলিম, পরিচালক রুমানা বেগম, সারা হোসেন, সাবরিনা জামান, মাহে আলম, ডা. মো. জহিরুল ইসলাম, ডা. মো. আবু সাইদ টিটু ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. ফেরদৌস হোসেনসহ অন্যান্য শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ০৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ টাকা ৭২ পয়সা।

পরিচালনা পরিষদ ও সকল বিনিয়োগকারীদের ধন্যবাদ জানিয়ে ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসোরিজ লিমিটেড - এর বোর্ড চেয়ারপার্সন ডা. রেজিনা বেগম বলেন, “করোনা মহামারী, ইউক্রেন যুদ্ধ এবং চলমান বছরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হই আমরা। বাজার প্রতিযোগিতা, মূল্যস্ফীতি, সাপ্লাই চেইন ইত্যাদি প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছি, টেকসইতা বৃদ্ধি করেছি। ফলাফলস্বরূপ, বিনিয়োগকারীদের ১০ শতাংশ ডিভিডেন্ড দিতে পারছি আমরা। আর্থিক স্থিতিশীলতার সাথে প্রকৃতির ভারসাম্য বজায় রেখে একটি দীর্ঘ ও টেকসই ব্যবসায়িক পরিবেশ ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য। আমি আশা করবো, ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসোরিজ লিমিটেডের প্রতি বিনিয়োগকারীদের এই বিশ্বাস ও দৃঢ়তা অটুট থাকবে।“

ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসোরিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাদাত হোসেন সেলিম বলেন, “কোভিড-১৯, ২০২২ সালের ইউক্রেন যুদ্ধ এবং ২০২৪ সালের জাতীয় রাজনৈতিক পট পরিবর্তন; এই সমস্ত প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আমরা বিনিয়োগকারীদের জন্য যে ডিভিডেন্ড বা লভ্যাংশ প্রদানের ঘোষণা দিচ্ছি, সেটিই আমাদের কোম্পানির ভবিষ্যতকে তুলে ধরে। বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় বর্তমানে আমরা বাজার সম্প্রসারণের কাজ শুরু করেছি। ইউরোপ দিয়ে শুরু করলেও বর্তমানে জাপান, কোরিয়া, যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকায় বাজার সম্প্রসারণের চেষ্টা করছি আমরা। বর্তমানে ইউরোপে হাশ পাপিসের মত ব্র্যান্ডগুলোর সাথে কাজ করছি আমরা।

সম্ভাবনাময় চামড়াশিল্পের গুরত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “একটি গভীর সম্ভাবনাময় খাত হচ্ছে চামড়া ও চামড়াজাত পণ্য। বর্তমান সরকারও চামড়া খাতকে উৎসাহ দিতে বিভিন্ন উদ্যোগের ঘোষণা দিয়েছে। চামড়া শিল্পকে ঘিরে এসব উদ্যোগ বিশাল সম্ভাবনার দ্বার উম্মোচন করেছে।“

ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসোরিজ লিমিটেড ২০১৮ সালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুমোদন পায়। পরবর্তীতে বেসিক ব্যাংকের অর্থায়নে যাত্রা শুরু করে কোম্পানিটি। একটি তরুণ ও দক্ষ ব্যবস্থাপনা কর্মীর নিরলস পরিশ্রমে মাত্র সাড়ে তিন বছরের মাথায় প্রতিষ্ঠানটি এখন আন্তর্জাতিক মানের ব্র্যান্ড গুলোর সাথে কাজ করছে। মান নিয়ন্ত্রণে এরইমধ্যে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন স্বীকৃতি অর্জন করেছে ক্রাফটসম্যান ফুটওয়্যার।

বর্তমানে ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসোরিজ লিমিটেড-এর কর্মীসংখ্যা সাতশ’ জন । শুধু ব্যবসার উদ্দেশ্যে নয় বরং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে আরও বেশি কর্মসংস্থান নিশ্চিতের

মাধ্যমে দক্ষ জনবল গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে কোম্পানিটি।

সম্পূর্ণ বার্ষিক প্রতিবেদন পড়তে, ভিজিট করুন:  ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসোরিজ লিমিটেড-অ্যানুয়াল রিপোর্ট ২০২৩-২৪

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ