২৪ এপ্রিল ২০২৩ সোমবার, ১২:৪৬ পিএম
আন্তর্জাতিক ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
ভারতের কর্ণাটকের হিজাব আন্দোলনের পরিচিত মুখ তাবাসসুম শাইক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করেছেন। বেঙ্গালুরুর এনএমকেআরভি পিইউ কলেজের মানবিক বিভাগের ছাত্রী তাবাসসুম ৬০০ নম্বরের মধ্যে ৫৯৩ নম্বর পেয়ে শীর্ষে উঠে এসেছেন।
আগের বছরগুলোতে শীর্ষস্থানটি ইন্দু ইনডিপেনডেন্ট পিইউ কলেজের ছাত্রদের দখলে ছিল। তাবাসসুমের সাফল্যে টুইট করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। তিনি তার টুইট বার্তায় লিখেছেন, ‘হিজাব পরার কারণে হয়রানির শিকার হয়ে প্রতিবাদ করা তাবাসসুম শাইক রাজ্যের বোর্ড পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে।’
তাবাসসুমের বাবা পেশায় একজন হার্ডওয়্যার প্রকৌশলী বলে জানা গেছে। ভবিষ্যৎ ইচ্ছা সম্পর্কে জানতে চাইলে তাবাসসুম বলেন, ‘ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি নিতে চাই। আমি সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি বিষয়গুলোতেও খুব আগ্রহী। আমি মনোবিজ্ঞান সম্পর্কেও খুব কৌতূহলী। সেজন্য আমি পিইউতে মানবিক বিভাগ বেছে নিয়েছি।’
সাফল্যের নেপথ্যের রহস্য হিসেবে তিনি জানান, ‘আমার বাবা-মা ও শিক্ষকরা খুব সহযোগিতা করতেন এবং আমি দিনে ছয় থেকে আট ঘণ্টা পড়াশোনা করতাম। গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোটে লিখে রাখতাম। যদি মনের ওপর অত্যধিক চাপ দেওয়া হয়, তবে একজন ব্যক্তি যা পড়েছেন তা ভুলে যেতে থাকে। তাই আমি ভোর ৪টায় ঘুম থেকে উঠে শান্তিপূর্ণ পরিবেশে অধ্যয়ন করতাম। আমি কোনো টিউশনি করিনি। কলেজে কষ্ট করে পড়তাম। এইভাবেই ভালো ফলাফল করেছি।’
হিজাব বিতর্ক তাকে প্রভাবিত করেছে কি না জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আইন যাই হোক না কেন, আমাদের অবশ্যই তা মেনে চলতে হবে।’ সূত্র : দ্য হিন্দু
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।