২৪ জানুয়ারি ২০২৫ শুক্রবার, ১১:৩৯ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ চলছে
চিকিৎসক জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দ্য ক্লিনিকের চিকিৎসক দল এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস মেডিকেল কলেজের বিশেষজ্ঞরা একমত হয়েছেন। বর্তমানে ওষুধনির্ভর চিকিৎসা চলছে এবং পরবর্তী সিদ্ধান্ত তার বয়স ও স্বাস্থ্যের ভিত্তিতে নেওয়া হবে।
পরীক্ষার ফলাফলের অপেক্ষা
গতকাল কিংস কলেজের বিশেষজ্ঞরা তাকে পরীক্ষা করেছেন এবং দুটি পরীক্ষার ফলাফল আজ পাওয়া যাবে। এর ভিত্তিতেই সন্ধ্যায় তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তারেক রহমানের বাসায় থাকবেন খালেদা জিয়া
চিকিৎসক জাহিদ হোসেন আরও জানান, বাসায় ফেরার পর খালেদা জিয়া তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন। প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন থাকবেন।
হাসপাতালের প্রস্তুতি সম্পন্ন
বিএনপির যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিককে গতকাল রাতে দ্য ক্লিনিক থেকে খালেদা জিয়ার কিছু ব্যক্তিগত সামগ্রী গাড়িতে তোলার সময় দেখা গেছে।
লন্ডনে চিকিৎসার শুরু
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে দ্য ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে সেখানেই তিনি চিকিৎসা নিচ্ছেন।
পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষা
চিকিৎসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করলেও আজ তার বাসায় ফেরার বিষয়টি বিএনপির নেতাকর্মীদের মধ্যে আশার সঞ্চার করেছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।