facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫

Walton

খুশদিলের ঝড়ো ব্যাটিংয়ে বিপিএলে নতুন রেকর্ড


১৮ জানুয়ারি ২০২৫ শনিবার, ১০:০৫  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


খুশদিলের ঝড়ো ব্যাটিংয়ে বিপিএলে নতুন রেকর্ড

বিপিএল ২০২৫ আসরে খুশদিল শাহর দুর্দান্ত পারফরম্যান্স তাকে কেন্দ্রীয় চরিত্রে পরিণত করেছে। তাঁর ব্যাট থেকে এসেছে একের পর এক ঝড়ো ইনিংস। ৪৬*, ২১, ২৭*, ৪৮, ৭৩*, ৫৯—এমন ধারাবাহিক পারফরম্যান্সে তিনি শুধু দলের নয়, টুর্নামেন্টেরও অন্যতম সেরা তারকা হয়ে উঠেছেন। এবারের আসরে সর্বোচ্চ ২৩ ছক্কা এবং কমপক্ষে ১০০ বল খেলা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ১৯৭.১২ স্ট্রাইক রেট নিয়ে শীর্ষস্থানে আছেন খুশদিল।

টুর্নামেন্টে এখন পর্যন্ত ২৭৪ রান করে তিনি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। কিন্তু খুশদিলের কৃতিত্ব শুধু ব্যাটিংয়ে সীমাবদ্ধ নয়। বোলিংয়েও তিনি দেখাচ্ছেন সমান কার্যকারিতা। ৮ ম্যাচে নিয়েছেন ১১টি উইকেট, যা বোলারদের তালিকায় তাকে চতুর্থ স্থানে নিয়ে গেছে।

গতকাল চিটাগং কিংসের বিপক্ষে খুশদিলের অসাধারণ পারফরম্যান্স রংপুর রাইডার্সকে জয়ের পথে নিয়ে যায়। ১১তম ওভারে উইকেটে এসে ২৬ বলে ফিফটি পূর্ণ করে ৫৯ রানের এক ঝড়ো ইনিংস খেলে দলকে ১৬৪ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দেন। শুধু ব্যাট হাতে নয়, বোলিংয়েও নিজের অবদান রাখেন, গুরুত্বপূর্ণ সময়ে নাঈম ইসলামকে আউট করে ম্যাচের গতিপথ পাল্টে দেন।

এর আগের ম্যাচেও খুলনা টাইগার্সের বিপক্ষে খুশদিলের ৩৫ বলে ৭৩ রানের ইনিংস রংপুরকে জিতিয়ে দেয় মাত্র ৮ রানে। খুশদিলের এমন ধারাবাহিক পারফরম্যান্সে তিনি বিপিএল ২০২৫-এর সেরা খেলোয়াড়ের পুরস্কারের অন্যতম দাবিদার।

টুর্নামেন্টের মাঝপথে থাকলেও খুশদিলের এমন ফর্মে রংপুর রাইডার্স আশাবাদী যে, তাদের এই বিদেশি তারকা পুরো মৌসুমেই দলকে শীর্ষে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই মুহূর্তে বিপিএলে অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে খুশদিলের তুলনা করাই যেন অসম্ভব।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: