১৩ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ১০:১২ পিএম
শেয়ার বিজনেস24.কম
![]() |
সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীসহ তার চার সহযোগীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্র-জনতা। ঘটনাটি ঘটেছে আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৯ নম্বর বাসা থেকে।
আটক হওয়া অন্যান্যরা হলেন আনোয়ার হোসেন, মিলন, জনি মিয়া, এবং এক ব্যক্তি যার নাম এখনও জানা যায়নি।
ডিএমপির উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসাইন গণমাধ্যমকে জানিয়েছেন, "পাঁচজনকে আটক করে গণপিটুনি দেয় ছাত্র-জনতা।" এর আগে, ১২ নভেম্বর ছাত্র-জনতার ওপর গুলি ছোড়া ও হত্যার অভিযোগে র্যাব ইয়াহইয়া চৌধুরীকে গ্রেপ্তার করে। এরপর প্রায় এক মাস কারাগারে ছিলেন তিনি।
গত ৪ আগস্ট কুমারপাড়া এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা চালানোর অভিযোগে ২ অক্টোবর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। ইয়াহইয়া চৌধুরী ২০১৪ সালে সিলেট-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন, তবে ২০১৮ সালের নির্বাচনে তার জয়লাভ সম্ভব হয়নি। গণফোরামের প্রার্থী মোকাব্বির খান ওই নির্বাচনে এমপি হন।
এখনও ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।