facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

গরমে ত্বক ঠান্ডা রাখবে ৫ কুলিং প্যাক


৩১ মার্চ ২০২৩ শুক্রবার, ১০:৫৭  এএম

স্বাস্থ্য ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


গরমে ত্বক ঠান্ডা রাখবে ৫ কুলিং প্যাক

প্রচণ্ড গরমে ত্বকে এক ধরনের জ্বালা ভাব হয়। এছাড়া রোদের তাপে পুড়ে যাওয়ার কারণেও ত্বকে হতে পারে জ্বলুনি। গরম থেকেই ত্বকে র‍্যাশ দেখা দেওয়া বা লালচে হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। গ্রীষ্মের তাপেও ত্বক ঠান্ডা করতে চাইলে ভরসা রাখতে পারেন প্রাকৃতিক উপাদানের উপরে। এমন কিছু উপাদান দিয়ে ফেস প্যাক বানিয়ে নিতে পারেন, যেগুলো ত্বকে এনে দেবে এক ধরনের ঠান্ডা অনুভূতি।

১। শসা ও টক দই
টক দই এবং শশার রস ট্যান বা ত্বকের রোদে পোড়া দাগ দূর করার জন্য খুবই কার্যকরী। প্রতিদিন গোসলের আগে এই দুই উপাদানের মিশ্রণ মুখের ত্বক ও গলার অংশে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে তারপর ভালো করে ধুয়ে নিন। ত্বক থাকবে সজীব।

২। অ্যালোভেরা জেল ও শসা
শশা ছোট টুকরো করে কেটে নিতে পারেন বা ব্যবহার করতে পারেন শশার রস। এর সঙ্গে মিশিয়ে নিন অ্যালোভেরা জেল। রোদ থেকে বাড়িতে ফিরে এই মিশ্রণ লাগান ত্বকে। ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৩। গ্রিন টি ও মধু
ত্বক হাইড্রেটেড রাখতে সাহায্য করে গ্রিন টি ও মধু। একইসঙ্গে কালচে দাগ দূর করে ত্বকের। মধুর সঙ্গে গ্রিন টি লিকার মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে নিন।

৪। গোলাপজল এবং চন্দন
গোলাপজল ক্লিনজার হিসেবে চমৎকার কাজ করে। ত্বক মোলায়েম এবং আর্দ্র রাখে এটি। গোলাপজলের সঙ্গে চন্দনের গুঁড়া মিশিয়ে সেই মিশ্রণ মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৫। মুলতানি মাটি, দুধ, গোলাপজল ও পুদিনা
১ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ১ টেবিল চামচ দুধ, প্রয়োজন মতো গোলাপজল ও কয়েকটি পুদিনা পাতা থেঁতো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে ম্যাসাজ করুন। কিছুক্ষণ রেখে ধুয়ে নিন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

স্বাস্থ্য -এর সর্বশেষ