৩০ ডিসেম্বর ২০২৪ সোমবার, ০৯:৫৮ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
প্রযুক্তির আধিপত্যের এই যুগে গুগল সার্চ যেন আমাদের আগ্রহ আর আলোচনার দর্পণ। ২০২৪ সালে বিশ্বজুড়ে নানা ঘটনায় শিরোনামে থাকা ব্যক্তিত্বরা কেবল জনপ্রিয়ই হননি, তারা তৈরি করেছেন নতুন নতুন অধ্যায়। রাজনীতি থেকে ক্রীড়া, বিনোদন থেকে সামাজিক প্রভাব—সারা বিশ্বের নজর কেড়েছেন এমন ১০ ব্যক্তিত্বের গল্প থাকছে এখানে।
যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে পুনর্নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন। বিতর্কিত প্রচারণা, আইনি লড়াই এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য তিনি ছিলেন সার্চের শীর্ষে।
ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নির্বাচনী পরাজয় আর তার নেতৃত্বের সাহসী অবস্থান তাকে নিয়ে বিস্তর আলোচনা তৈরি করেছে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ জ্বালানি উদ্যোগে জো বাইডেনের ভূমিকা বিদায়ী প্রেসিডেন্ট হিসেবেও তাকে রেখেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
রাজকীয় সৌন্দর্য ও সামাজিক কাজের জন্য ক্যাথরিন মিডলটন বারবার শিরোনামে আসেন। তার দাতব্য উদ্যোগ ও পরিবার নিয়ে সাধারণ মানুষের কৌতূহল ছিল প্রবল।
ভারতের অভিনেতা-রাজনীতিবিদ পবন কল্যাণ তার নতুন চলচ্চিত্র ও রাজনৈতিক কার্যক্রমের জন্য সার্চ তালিকার শীর্ষে স্থান করে নেন।
বক্সিং কিংবদন্তি মাইক টাইসনের জীবনের ওপর ভিত্তি করে তৈরি ডকুমেন্টারি এবং তার সামাজিক উদ্যোগ নতুন আলোচনার জন্ম দেয়।
সংগীত জগৎ থেকে ব্যবসায়ের মাইলফলক, ডিডি ছিলেন ২০২৪ সালের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব।
অলিম্পিক তারকা সিমোন বাইলস তার অসাধারণ ক্রীড়া নৈপুণ্য এবং মানসিক স্বাস্থ্য সচেতনতার জন্য সবার প্রিয় ছিলেন।
ফুটবল দুনিয়ার উদীয়মান তারকা লামিনে ইয়ামাল তার অনবদ্য পারফরম্যান্স দিয়ে ফুটবলপ্রেমীদের মন জয় করেন।
আন্তর্জাতিক টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে ইমানি খেলিফ ক্রীড়াপ্রেমীদের প্রিয় হয়ে উঠেন।
২০২৪ সালের গুগল সার্চ তালিকার এই ব্যক্তিত্বরা কেবল তাঁদের সাফল্যের গল্পই বলেননি, তাঁরা প্রমাণ করেছেন যে প্রতিটি ব্যক্তিত্বের পেছনে থাকে এক অনুপ্রেরণাদায়ক অধ্যায়।
তারা শুধু এক বছরের শীর্ষকেই নয়, সময়ের সেরা গল্পের অংশও হয়ে থাকবেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।