১৬ অক্টোবর ২০১৬ রবিবার, ০৯:৩৬ পিএম
শেয়ার বিজনেস24.কম
গুগলের স্মার্টওয়াচঅ্যাপলকে টেক্কা দেওয়ার সব রকম চেষ্টাই চালিয়ে যাচ্ছে গুগল। সম্প্রতি আইফোনকে টক্কর দিতে পিক্সেল ফোন এনেছে গুগল। এবারে স্মার্টওয়াচ আনার গুঞ্জন উঠেছে।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী বছর স্মার্ট ওয়াচসহ পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যের বাজারে আসবে গুগল।
অ্যান্ড্রয়েড ওয়্যার ২.০ প্ল্যাটফর্মের স্মার্টওয়াচের দুটি মডেল উন্মুক্ত করতে পারে গুগল। একটি হবে পুরুষদের জন্য অন্যটি নারীদের। এ দুটি স্মার্টওয়াচের কোড নাম ‘অ্যাঞ্জেলফিশ’ ও ‘সোর্ডফিশ’। সম্প্রতি গুগলের নতুন এই স্মার্টওয়াচের নানা তথ্যপ্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলো প্রকাশ করেছে। দুটি মডেলের মধ্যে বড় আকারের অ্যাঞ্জেলফিশে থাকবে ফোরচি, জিপিএস ও হার্টরেট মনিটর সুবিধা।
ছোট আকারের সোর্ডফিশে হবে আরও হালকা-পাতলা। এতে জিপিএস ও এলইটিই নেটওয়ার্ক সমর্থন করবে। এখনো এই দুটি স্মার্টওয়াচ প্রোটোটাইপ অবস্থায় আছে। এই স্মার্টওয়াচে অ্যাপ চালানো যাবে। অর্থাৎ স্মার্টফোনের সাহায্য ছাড়াই চালানো যাবে অ্যাপ।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।