facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৪ মার্চ শুক্রবার, ২০২৫

Walton

গুতেরেস-ইউনূস বৈঠকে নির্বাচনী সংস্কার প্যাকেজের গুরুত্বারোপ


১৪ মার্চ ২০২৫ শুক্রবার, ০৭:০৪  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


গুতেরেস-ইউনূস বৈঠকে নির্বাচনী সংস্কার প্যাকেজের গুরুত্বারোপ

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ শুক্রবার ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনে অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি ‘সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ’ গ্রহণ করে, তবে নির্বাচন ডিসেম্বরেই হবে, আর যদি ‘বৃহৎ সংস্কার প্যাকেজ’ গ্রহণ করা হয়, তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে ইতোমধ্যে প্রায় ১০টি রাজনৈতিক দল মতামত প্রদান করেছে। দলগুলো একবার সুপারিশগুলোতে একমত হলে, তারা ‘জুলাই সনদ’ স্বাক্ষর করবে, যা গণতান্ত্রিক উত্তরণ এবং রাজনৈতিক, বিচারিক, নির্বাচনসংক্রান্ত, প্রশাসনিক, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কারের রূপরেখা হিসেবে কাজ করবে।

গুতেরেস বাংলাদেশের সংস্কার উদ্যোগের প্রতি জাতিসংঘের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘পৃথিবীতে এত বৈষম্যের শিকার আর কোনো জনগোষ্ঠী নেই।’ পাশাপাশি, রোহিঙ্গা শরণার্থীদের জন্য কমে আসা মানবিক সহায়তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, ‘মানবিক সহায়তা কমানো একটি অপরাধ।’

অধ্যাপক ইউনূস বলেন, রোহিঙ্গারা যেন সম্মানের সঙ্গে তাদের জন্মভূমি রাখাইনে ফিরতে পারে, সে বিষয়ে জাতিসংঘের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, যতদিন রোহিঙ্গারা বাংলাদেশে থাকবে, ততদিন তাদের জন্য পর্যাপ্ত খাদ্য ও মানবিক সহায়তা নিশ্চিত করা জরুরি।

বৈঠকে অর্থনৈতিক পরিস্থিতি ও দেশের সার্বিক অগ্রগতির বিষয়েও আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার একটি ধ্বংসপ্রাপ্ত ব্যাংকিং খাত ও সংকুচিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ উত্তরাধিকারসূত্রে পেয়েছিল, তবে বর্তমানে অর্থনীতি সুসংহত হয়েছে এবং রপ্তানি বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। তিনি জানান, আগামী বছর বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে আসার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছে।

জাতিসংঘ মহাসচিব গুতেরেস বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকাকে ‘অসাধারণ’ বলে প্রশংসা করেন এবং দেশটির শান্তিরক্ষীদের বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলিসংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান এবং এসডিজি-বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমা ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইসও বৈঠকে অংশ নেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

রাজনীতি -এর সর্বশেষ