facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ জানুয়ারি মঙ্গলবার, ২০২৫

Walton

গোপনে নফল ইবাদত আদায় করা উত্তম


১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার, ০১:২৫  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


গোপনে নফল ইবাদত আদায় করা উত্তম

নফল ইবাদত দ্বারা একজন মুসলমান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন এবং এটি তার আল্লাহর প্রতি ভালোবাসা ও নিবেদন প্রকাশের মাধ্যম হয়। যদিও নফল ইবাদত প্রকাশ্যে করার কোনো নিষেধাজ্ঞা নেই, তবুও গোপনে এটি আদায় করা অধিক উত্তম।

নফল ইবাদত: আল্লাহর কাছে অধিক প্রিয় হতে সময়

ফরজ নামাজ আদায় করা একটি বাধ্যতামূলক ইবাদত, কিন্তু নফল ইবাদত হলো অতিরিক্ত ইবাদত যা কেবল ব্যক্তি নিজে স্বতঃস্ফূর্তভাবে পালন করেন। নফল আদায় করতে গিয়ে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, এবং এটি সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভরশীল।

কোরআনের নির্দেশনা ও নফল ইবাদত

কোরআনে বলা হয়েছে, ‘তোমরা যদি প্রকাশ্যে দান করো, তবে তা ভালো। আর যদি তা গোপনে করো ও অভাবীকে দাও, তবে তা তোমাদের জন্য আরও ভালো।’ (সুরা বাকারা, আয়াত: ২৭১)। এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে, গোপনে নফল ইবাদত আদায় করা খুবই ফলপ্রসূ।

ফরজ এবং নফল নামাজের গুরুত্ব

ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে জামাতে উপস্থিত থাকা জরুরি, তবে নফল নামাজের ক্ষেত্রে নিজের ঘরই সর্বোত্তম স্থান। রাসুল (সা.)-এর হাদীসে বলা হয়েছে, "ফরজ ছাড়া অন্য নামাজ ব্যক্তির নিজ ঘরে আদায় করা উত্তম।" (বুখারি শরিফ)

অতএব, নফল ইবাদত প্রকাশ্যে করা যাবে, কিন্তু গোপনে করা অনেক বেশি শ্রেষ্ঠ ও সুফলজনক।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: