১৫ মে ২০২৩ সোমবার, ০৪:৫১ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
গোপলগঞ্জে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তাদের ঋণ বিনিয়োগ বিতরণের লক্ষ্যে ব্যাংকার উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ মে) গোপালগঞ্জ পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সমাবেশে বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা প্রধান অতিথির বক্তব্য দেন।
সোনালী ব্যাংক, গোপালগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শামীম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশ বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান, যমুনা ব্যাংকের খুলনা অঞ্চলের প্রধান ছাব্বির আহমেদ খানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে গোপালগঞ্জের ১২ জন নারী উদ্যোক্তাকে ৩২ লাখ টাকার উদ্যোক্তা ঋণ বিতরণ করেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।