০৮ অক্টোবর ২০২৪ মঙ্গলবার, ০৯:৪২ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক ব্রোকারেজ হাউজ এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজকে সমন্বিত গ্রাহক হিসাবে ৬২ কোটি ৭৬ লাখ টাকার ঘাটতি খুঁজে পাওয়ায় ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসসি`র ওয়েবসাইটে কার্যনির্বাহী প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১০ সেপ্টেম্বর এনআরবিসি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান এনআরবিসি সিকিউরিটিজ কোম্পানিকে জরিমানা করেছে বিএসইসি।
প্রতিবেদনে বলা হয়, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি পরিদর্শন দল গত বছরের ৫ জুলাই ব্রোকারেজ ফার্মটির গ্রাহক পাওনা অবস্থান সম্পর্কিত তথ্য সংগ্রহ করে এবং ৬২ কোটি ৭৬ লাখ টাকার ঘাটতি খুঁজে পায়।
বিএসইসি`র তদন্তের জবাবে, সিকিউরিটিজ হাউজটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। তারা জানায়, ঘাটতি ধীরে ধীরে সমাধান করা হয়েছে এবং বর্তমানে তারা উদ্বৃত্তে রয়েছে।
এছাড়াও, ব্যবস্থাপনা পরিষদ কমিশনের কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ভবিষ্যতে সম্পূর্ণরূপে সিকিউরিটিজ আইন মেনে চলবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।