facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪

Walton

গ্লোবাল ইসলামী ব্যাংকের আমানত সংগ্রহ সপ্তাহ উদ্বোধন


১৩ ডিসেম্বর ২০২৪ শুক্রবার, ১১:০৫  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


গ্লোবাল ইসলামী ব্যাংকের আমানত সংগ্রহ সপ্তাহ উদ্বোধন

“আপনার বিশ্বাসই আমাদের সম্পদ। একসাথে এগিয়ে যাই সমৃদ্ধির পথে”-এই শ্লোগানকে সামনে রেখে গ্লোবাল ইসলামী ব্যাংকের আমানত সংগ্রহ সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়। প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে এক বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন বলেন, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তায় এবং ব্যাংকের কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় ব্যাংক এখন ঘুরে দাঁড়াচ্ছে। এই আমানত সংগ্রহ সপ্তাহ সেই প্রচেষ্টারই একটা অংশ।

সকল গ্রাহককে ব্যাংকের উপর আস্থা রেখে বিশ্বস্ত ব্যাংকিং সেবা প্রসারে সহায়তা করার জন্য তিনি অনুরোধ জানান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত ব্যাংকের সার্বিক উন্নয়নে কাজ করার জন্য এবং ক্যাম্পেইন সফল করার জন্য সকল কর্মকর্তাদের আহবান জানান।

এসময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ সামি করিম এবং বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইন-চার্জগণ অনলাইনে যুক্ত ছিলেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ