facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের ঐতিহাসিক জয়


০৭ ডিসেম্বর ২০২৪ শনিবার, ১১:৩৩  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের ঐতিহাসিক জয়

টানা হারের ধাক্কা সামলে অবিশ্বাস্য প্রত্যাবর্তন! গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে রংপুর রাইডার্স দেখিয়েছে চ্যাম্পিয়নদের মতো পারফরম্যান্স। অস্ট্রেলিয়ান দল ভিক্টোরিয়াকে ৫৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে বিপিএলের এই ধারাবাহিক ফ্র্যাঞ্চাইজি।

ফাইনালে রংপুরের হয়ে জয়ের নায়ক ছিলেন সৌম্য সরকার। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে রংপুর রাইডার্স ৩ উইকেটে ১৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। সৌম্য ৫৪ বলে ৭ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৮৬ রানের ইনিংস উপহার দেন। আরেক ওপেনার স্টিভেন টেইলরও ঝড়ো ব্যাটিং করে ৪৯ বলে ৬৮ রান করেন। ভিক্টোরিয়ার বোলারদের দাপটের মুখেও রংপুরের স্কোর ছিল পাহাড়সম।

রান তাড়া করতে নেমে ভিক্টোরিয়া রংপুরের বোলিং তোপে পড়ে ১২২ রানে অলআউট হয়ে যায়। ওপেনার জো ক্লার্কের ২২ বলে ৪০ রান ছাড়া কেউই প্রতিরোধ গড়তে পারেননি। রংপুরের বোলারদের মধ্যে হারমীত সিং ৩ উইকেট শিকার করেন, শেখ মেহেদী ও সাইফ হাসান পান ২টি করে উইকেট। এছাড়া রিশাদ হোসেন ও কামরুল হাসান একটি করে উইকেট শিকার করেন।

রংপুরের অবিশ্বাস্য যাত্রা

প্রথমে গ্লোবাল সুপার লিগে খেলার সুযোগই ছিল না রংপুর রাইডার্সের। ফরচুন বরিশালের সদিচ্ছার অভাবে বিপিএল চ্যাম্পিয়ন হিসেবে সুযোগ পায় রংপুর। সেই সুযোগ কাজে লাগিয়ে তারা টুর্নামেন্টে দাপুটে পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হয়।

২০১৭ সালে বিপিএল শিরোপার পর আবারও রংপুর রাইডার্সের হাতে উঠল আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ট্রফি। গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষ আয়োজিত এই টুর্নামেন্টে বিশ্বের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি টিম অংশ নেয়। রংপুর রাইডার্সের এই জয় প্রমাণ করে দিয়েছে, সুযোগ পেলে তারা বিশ্বমঞ্চেও নিজেদের সেরা প্রমাণ করতে প্রস্তুত।

"শিরোপা জয়ী রংপুর রাইডার্স—এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের গর্ব!"

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ