facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ জানুয়ারি রবিবার, ২০২৫

Walton

ঘন কুয়াশার চাদরে ঢাকা দেশ: শীত কত দিন থাকবে তীব্র?


০২ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ১১:২৫  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ঘন কুয়াশার চাদরে ঢাকা দেশ: শীত কত দিন থাকবে তীব্র?

দেশজুড়ে তাপমাত্রার পতনের সঙ্গে বেড়েছে ঘন কুয়াশার দাপট। আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশায় ঢেকে গেছে চারদিক। এমন পরিস্থিতি আরও দুই-তিন দিন চলতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

কেন এমন ঘন কুয়াশা?
আবহাওয়াবিদদের মতে, বর্তমানে যে কুয়াশা দেখা যাচ্ছে, তাকে ‘অ্যাডভেকশন ফগ’ বা পরিচালন কুয়াশা বলা হয়। এটি মূলত ভারত থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে প্রবেশ করেছে। ঢাকাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং নোয়াখালী পর্যন্ত বিস্তৃত এই কুয়াশার প্রভাব। তবে দক্ষিণ–পশ্চিমাঞ্চলে এর প্রকোপ অপেক্ষাকৃত কম।

তাপমাত্রার নতুন রেকর্ড
গতকাল রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা আজ কমে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি সেলসিয়াস কম।

গত মাসের লঘুচাপের প্রভাব
ডিসেম্বর মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপের কারণে তাপমাত্রা বেশি ছিল, ফলে শীতও ততটা পড়েনি। তবে বছরের শেষ দিক থেকে শীতের প্রকোপ বাড়তে শুরু করে।

কত দিন থাকবে এমন পরিস্থিতি?
আবহাওয়াবিদ মো. বজলুর রশীদের ভাষ্য অনুযায়ী, আগামী দুই থেকে তিন দিন কুয়াশা এবং শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। এরপর শীত কিছুটা কমলেও তা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

দেশজুড়ে এমন শীতের প্রভাবে জীবনযাত্রা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি মানুষের মনে শুরু হয়েছে শীতের উৎসবের আমেজ। তবে সতর্কতা ও সঠিক প্রস্তুতি ছাড়া এই শীত স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: