২৬ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার, ০৯:৪৫ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের পর কোনো ভুল-ত্রুটি থাকলে তা সহজেই সংশোধন করার সুযোগ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর আইন ২০২৩-এর ১৮০(১) ধারা মোতাবেক, মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে সংশোধিত রিটার্ন জমা দেওয়া যাবে।
এনবিআর জানিয়েছে, করদাতারা etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ঘরে বসেই আয়কর রিটার্ন সংশোধন করতে পারবেন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন বলেন, যারা অনলাইনে সংশোধন অপশন ব্যবহার করবেন, তাদের অবশ্যই সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে।
২০২৪-২৫ করবর্ষে অনলাইনে রিটার্ন দাখিল নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে করদাতাদের মধ্যে। ইতোমধ্যে ১৪ লাখ ৩২ হাজার করদাতা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে রিটার্ন দাখিল করেছেন এবং ১৮ লাখ ৭৫ হাজার করদাতা ই-রিটার্নের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।
এনবিআর জানিয়েছে, আয়কর দিবসের পরেও বছরজুড়ে অনলাইনে রিটার্ন দাখিলের সুবিধা অব্যাহত থাকবে, যা করদাতাদের জন্য আরও সহজ ও সুবিধাজনক হবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।