facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৬ এপ্রিল বুধবার, ২০২৫

Walton

চট্টগ্রামে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে সিএমপি’র ফাইন কালেকশন চালু


১৫ এপ্রিল ২০২৫ মঙ্গলবার, ১২:৪২  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


চট্টগ্রামে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে সিএমপি’র ফাইন কালেকশন চালু

চট্টগ্রামে ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা

চট্টগ্রামে ট্রাফিক জরিমানা আদায়ের পদ্ধতিকে আরও সহজ ও আধুনিক করতে “ই-ট্রাফিক পরিচালনা ও জরিমানা আদায়” ব্যবস্থার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ১০ এপ্রিল বৃহস্পতিবার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এর যৌথ উদ্যোগে ট্রাফিক মামলার জরিমানা আদায়ের জন্য নতুন ডিজিটাল পদ্ধতির উদ্বোধন করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার হাসিব আজিজ। অনুষ্ঠানে সিএমপি ও কমিউনিটি ব্যাংকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। সিএমপির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কমিশনার হাসিব আজিজ এবং ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আব্দুল কাইয়ুম খান।

নতুন পদ্ধতি সম্পর্কে জানাতে এবং পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দিতে দুই দিনের একটি ওয়ার্কশপও আয়োজন করা হয়, যেখানে কমিউনিটি ব্যাংকের প্রযুক্তি অংশীদার আইটি কনসালটেন্টস পিএলসি (আইটিসিএল) সহায়তা করে। সমাপনী দিনে জানানো হয়, এখন থেকে যেকোনো ব্যাংক কার্ড, মোবাইল আর্থিক সেবা কিংবা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে POS মেশিনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ট্রাফিক জরিমানা পরিশোধ করা যাবে।

উদ্বোধনের মাধ্যমে এখন চট্টগ্রাম শহর ও আশেপাশের এলাকায় ট্রাফিক মামলা হলে নাগরিকদের আর জরিমানা পরিশোধে ভোগান্তির সম্মুখীন হতে হবে না। কমিউনিটি ব্যাংক উন্নত POS সিস্টেম ও সফটওয়্যার আপগ্রেডের মাধ্যমে যেকোনো ভিসা, ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়াও বিকাশ, নগদ, রকেট, এমক্যাশ-এর মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ২১টি অনলাইন ব্যাংকিং অ্যাপ ও ৫৬টি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মোট ৭৮টি চ্যানেলে ট্রাফিক জরিমানা পরিশোধ করা সম্ভব হবে।

এ সকল অর্থ কমিউনিটি ব্যাংকের পেমেন্ট চ্যানেল হয়ে সরাসরি সরকারি কোষাগারে জমা পড়বে। এতে প্রয়োজনীয় ডকুমেন্টস আটকে রাখার মতো হয়রানিমূলক পদ্ধতির প্রয়োজন হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন, অর্থ ও ক্রাইম) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার, কমিউনিটি ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী, হেড অব অপারেশনস শরফুদ্দিন মো. রেদওয়ান পাটওয়ারী, আগ্রাবাদ ও আন্দরকিল্লা শাখার ব্যবস্থাপক, কার্ড বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।

এই উদ্যোগে চট্টগ্রামে ট্রাফিক ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তরের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো, যা নাগরিক ভোগান্তি কমিয়ে প্রশাসনিক কার্যকারিতা বহুগুণে বাড়াবে বলে আশা করা হচ্ছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ