facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত ২


৩০ আগস্ট ২০২৪ শুক্রবার, ১০:১২  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত ২

চট্টগ্রামের হাটহাজারী থানার সীমান্তবর্তী এলাকা অক্সিজেন-কুয়াইশ সড়কে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. আনিস (৩৮) ও মাসুদ কায়ছার (৩২)। তারা দুজনেই হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কোয়াইশ এলাকার বাসিন্দা। তাদের মধ্যে আনিসের বাবার নাম মো. ইসহাক এবং মাসুদের বাবার নাম মো. রফিক। নিহতরা আওয়ামী লীগের সমর্থক বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, নিহত দুজন অক্সিজেন-কুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। সড়কের নাহার কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই আনিস মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে মাসুদ মারা যান।

চট্টগ্রাম নগর পুলিশের উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জাহাংগীর ঢাকা পোস্টকে বলেন, বায়েজিদ বোস্তামী থানার সীমান্তবর্তী এলাকায় দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। আমি নিজেও যাচ্ছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: