facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৪ এপ্রিল শুক্রবার, ২০২৫

Walton

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৮


০২ এপ্রিল ২০২৫ বুধবার, ১১:০৭  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের লোহাগাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার (০২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান দুর্ঘটনায় হতাহতের খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৮ জন হয়েছে। ঘটনাস্থলে ৭ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

জানা যায়, দুর্ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও লোহাগাড়া থানা পুলিশ টিম এসে যান চলাচল স্বাভাবিক করে। আহতরা স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল চিকিৎসাধীন আছে।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার আহসান হাবিব বলেন, বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৭ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, বুধবার ভোরে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের সঙ্গে চট্টগ্রাম অভিমুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল থেকে সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। হতাহতদের মধ্যে অন্তত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিল। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: