১৩ এপ্রিল ২০২৫ রবিবার, ১২:৪৬ পিএম
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার বিজনেস24.কম
![]() |
নোয়াখালীর হাতিয়ায় চতুর্থ বিয়ে নিয়ে পারিবারিক কলহ শেষ পর্যন্ত রক্তাক্ত পরিণতির দিকে গড়ায়। ছোট ভাই সাকিবের (২৪) ছুরিকাঘাতে বড় ভাই রাকিব উদ্দিন (৩০) নিহত হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) গভীর রাতে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সাকিব এর আগেও তিনটি বিয়ে করেছিলেন। সম্প্রতি চতুর্থ বিয়ের পর থেকেই বড় ভাইয়ের সঙ্গে তার বিরোধ চলছিল। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বিয়ে নিয়ে কথাকাটাকাটি হয়, একপর্যায়ে সাকিব ছুরি দিয়ে বড় ভাইয়ের বুকে ও পাশে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় রাকিবকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত সাকিব খুন করার পর নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে হত্যার কথা স্বীকার করেন, পরে পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করে।
নিহতের স্ত্রী তাজনাহার শনিবার দুপুরে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হাতিয়া থানার ওসি এ.কে.এম আজমল হুদা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।