facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

চবিতে ১১ ফুট অজগর উদ্ধার


০৭ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার, ১০:২৪  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


চবিতে ১১ ফুট অজগর উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার হয়েছে। অজগরটি বার্মিজ পাইথ জাতের বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ সংলগ্ন হিল বটম কলোনির পাশ থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে অজগরটি পাশের জঙ্গলে জনমানবহীন স্থানে অবমুক্ত করা হয়।

সাপটি উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী এবং ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম বলেন, `এটি বার্মিজ পাইথন প্রজাতির সাপ। লম্বায় ১১ ফুট ও ওজন প্রায় ১৩ কেজি। সাপটি খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করছি। আমরা সাপটি উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দিয়েছি।`

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত দশ বছরে অন্তত ২০টি অজগর সাপ ধরা পড়েছে বলে জানিয়েছেন ভেনম সেন্টারের গবেষকরা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: