০৫ এপ্রিল ২০১৭ বুধবার, ০৯:০৪ পিএম
শেয়ার বিজনেস24.কম
চলতি অর্থবছরেই বাংলাদেশের চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোর জি-এর নিলাম হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার সচিবালয়ে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) লভ্যাংশের চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, আমি আশা করছি, আরেকটা সিদ্ধান্ত এবারই ঘোষণা করব। যার ফল আগামী বছর পাওয়া যাবে। যাতে আমরা আরও কিছু টাকা পয়সা পাবো। একটা বড় আয়ের উৎস হলো বিটিআরসি। সেখানে আমরা তরঙ্গ ভাগ করে দেই, সেখানে বড় টাকা পাই।
তিনি বলেন, তার অকশনটা (নিলাম) এ বছরই হওয়ার কথা ছিল। বাট হবে কি-না, আমার একটু সন্দেহ আছে। এবছর না হলেও ইট শুড বি ইন দিস ক্যালেন্ডার ইয়ার। সেখান থেকে বেশ ভালো কিছু পয়সা পাই। এবার তো ফোর-জি। সেখানে আরও বেশি কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার কেবল রাজস্ব আদায় করে না। সরকারের নিজেদেরও কিছু কিছু রোজগার আছে। এটা বাড়াবার চেষ্টা করছি।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।