১৬ আগস্ট ২০২৩ বুধবার, ১১:১৭ এএম
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
চাঁদের পর এবার সূর্য। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো স্বাধীনতা দিবসের দিনই ঘোষণা করেছে তাদের এবারের লক্ষ্য সূর্য। আদিত্য এল ওয়ান নামের এই অভিযানের দিনক্ষণ অবশ্য ঠিক হয়নি। তবে, ইসরো যে নাসার মতোই সূর্য অনুসন্ধানে নামছে তা জানানো হয়।
নাসা ২০১৮ সালে প্রথম সূর্যে স্যাটেলাইট পাঠায়। এই স্যাটেলাইট নিয়মিত সূর্য সম্পর্কে তথ্য সরবরাহ করে চলেছে নাসাকে। ভারতের স্যাটেলাইটও তৈরি। ইতোমধ্যেই বেঙ্গালুরু থেকে তা নিয়ে আসা হয়েছে শ্রী হরি কোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে। সাতটি পে লোডার আছে এই স্যাটেলাইটের সঙ্গে। যে গুলি নিরন্তর ভিডিও ও তথ্য পাঠাবে সূর্যর কাছ থেকে।
মূলত, সৌরঝড় সম্পর্কে অনুসন্ধানই ভারতীয় অভিযানের উদ্দেশ্য। সূর্যের এল ওয়ান কক্ষপথ থেকে পৃথিবীর দূরত্ব ১৫ লক্ষ কিলোমিটার। এই পথ পাড়ি দিয়ে আদিত্য পৌঁছাবে সূর্যের কাছাকাছি। সূর্য উৎসারিত প্রচণ্ড তাপ সহনীয় করে তৈরি করা হয়েছে এই স্যাটেলাইট।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।