facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৮ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

চাঁদের প্রথম ছবি পাঠিয়েছে ভারতীয় ল্যান্ডার বিক্রম


১৮ আগস্ট ২০২৩ শুক্রবার, ০৮:১৫  পিএম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


চাঁদের প্রথম ছবি পাঠিয়েছে ভারতীয় ল্যান্ডার বিক্রম

চাঁদের ছবি পাঠিয়েছে ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-৩ এ যুক্ত ল্যান্ডার বিক্রম। জানা গেছে, ল্যান্ডার বিক্রম চাঁদের বুকে এই চন্দ্রযানের রোভারকে সফলভাবে অবতরণ করানোর চেষ্টা করবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (১৮ আগস্ট) মহাকাশযানে প্রপালশন মডিউল থেকে সফলভাবে বিচ্ছিন্ন হওয়ার পর চাঁদের প্রথম ছবি পাঠায় বিক্রম।

ল্যান্ডার বিক্রমের ইমেজার (এমআই) ক্যামেরা-১ দিয়ে তোলা কয়েকটি ছবি এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এতে চাঁদের জিয়োর্দানো ব্রনো ক্রাটারের (গর্ত বা অগ্নিমুখ) ছবি দেখা গেছে। যা চাঁদের অন্যতম নবীন একটি ক্রাটার। এ ছাড়াও এই ল্যান্ডারটির ক্যামেরা হারকেবি জে ক্রাটারেরও ছবি তুলেছে। যেটির ব্যাসার্থ প্রায় ৪৩ কিলোমিটার।

এদিকে আগামী ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করবে ল্যান্ডার বিক্রম। অন্যদিকে ল্যান্ডার থেকে বিচ্ছিন্ন হওয়া প্রপালশন মডিউল চাঁদের কক্ষপথে ঘুরতে থাকবে এবং পৃথিবীর বায়ুমণ্ডলের তথ্য সংগ্রহ করবে। সেই সঙ্গে গ্রহের সন্ধান করতে থাকবে যেটি মানুষের বসবাসের জন্য উপযোগী।

যদি ল্যান্ডার বিক্রম সফলভাবে চাঁদের বুকে অবতরণ করতে পারে তাহলে এটি থেকে বেরিয়ে চাঁদে বিচরণ করবে রোভার ‘প্রজ্ঞান’। এরপর রোভার প্রজ্ঞান ল্যান্ডার বিক্রমের ছবি তুলবে আবার একইসঙ্গে বিক্রম রোভার প্রজ্ঞানের ছবি তুলে পৃথিবীতে পাঠাবে। এরপর রোভার প্রজ্ঞান ১৪ দিন অবস্থান করে চাঁদ থেকে বিভিন্ন তথ্য পাঠাতে থাকবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ