facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, ২০২৫

Walton

চার ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএসইসি


১৪ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার, ১০:৪৫  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


চার ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএসইসি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারের চার ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাদের বিরুদ্ধে প্রতারণামূলক সফটওয়্যার ব্যবহার করে বিনিয়োগকারীদের প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। বিএসইসি জানায়, আইনি মতামত নেওয়ার পর এই বিষয়ে আরো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

ব্রোকারেজ হাউজগুলো হলো- তামহা সিকিউরিটিজ, বানকো সিকিউরিটিজ, ক্রেস্ট সিকিউরিটিজ এবং শাহ মোহাম্মদ সগির অ্যান্ড কোম্পানি। ২০২৪ সালের জানুয়ারিতে বিএসইসি কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া, ১৬১ কোটি টাকা আত্মসাৎকারী মশিউর সিকিউরিটিজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রোডম্যাপ তৈরি করছে বিএসইসি। একইসাথে, ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ডস, সাবভ্যালি সিকিউরিটিজ, ইন্ডিকেট সিকিউরিটিজ এবং সাদ সিকিউরিটিজকে নিয়মনীতি লঙ্ঘন সংশোধন করার জন্য নির্দেশনা দিয়েছে।

ডিএসই তথ্য অনুযায়ী, এসব ব্রোকারেজ হাউজগুলো গ্রাহক অ্যাকাউন্টে কারসাজি ও জাল লেনদেনের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। তামহা সিকিউরিটিজের বিরুদ্ধে ৭২০টি অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে ১৩৯ কোটি টাকা আত্মসাতের ঘটনা প্রকাশ পায়।

এছাড়া, অন্য দুটি ব্রোকারেজ হাউজের কাছেও শত কোটি টাকা ঘাটতি এবং বেশ কিছু অভিযোগ রয়েছে, যার ফলে বিএসইসি তাদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: