ঢাকা   রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের গৌরবগাথার ১০ বছর পূর্তি

কর্পোরেট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৯:৩৮, ৩১ জুলাই ২০২৩

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের গৌরবগাথার ১০ বছর পূর্তি

সবার জন্য সুরক্ষিত, নিরাপদ ও সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে তোলার অগ্রযাত্রায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পার করলো গৌরবের ১০ বছর।

এ উপলক্ষ্যে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো চার্টার্ড লাইফ এর গৌরবগাথার ১০ বছর পূর্তি অনুষ্ঠান।

অনুষ্ঠানে চার্টার্ড লাইফ-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক তার বক্তব্যে আগামীর অনুপ্রেরণা ও সকল ইতিবাচক পরিবর্তনে তাঁদের মূল্যবান দিক-নির্দেশনা ফলপ্রসূ ভূমিকা এবং কোম্পানির সাফল্যমণ্ডিত সার্বিক অগ্রযাত্রা তুলে ধরেন।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের সর্বাত্মক সহযোগিতা ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে সম্পন্ন হয় বিশেষ এই অনুষ্ঠান। আগামীতেও স্বপ্ন ও সম্ভাবনার প্রস্ফুটির মেলবন্ধনের মধ্য দিয়ে কার্যকরী বীমা সেবা সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যেতে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স প্রতিশ্রুতিবদ্ধ ও সবসময় নিবেদিত।

 

শেয়ার বিজনেস24.কম